UPSC Success Story: সপ্তাহে মাত্র দুইদিন পড়েই ইউপিএসসিতে সফল এই তরুণী! চাকরি সামলে কীভাবে করলেন অসম্ভবকে সম্ভব? জানুন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
পরিশ্রম, প্রতিভা আর নিষ্ঠার জোরে যে অসম্ভবকে সম্ভব করে দেখানো যায় তা আবার প্রমাণ করলেন দেবযানী সিং৷ সপ্তাহে মাত্র দু'দিন, শনি আর রবিবার পড়াশোনা করেই ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় সফল হয়েছেন তিনি৷
সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করা মোটেই সহজ নয়৷ দেশের তথা বিশ্বের অন্যতম কঠিন এই পরীক্ষা৷ পাশ করতে গেলে সারাদিনে ১০-১২ ঘণ্টাতো পড়াশোনা করতেই হবে৷ ইউপিএসসিকে কেন্দ্র করে এমনই বহু ধারণা আছে সকলের৷ তবে পরিশ্রম, প্রতিভা আর নিষ্ঠার জোরে যে অসম্ভবকে সম্ভব করে দেখানো যায় তা আবার প্রমাণ করলেন দেবযানী সিং৷ সপ্তাহে মাত্র দু’দিন, শনি আর রবিবার পড়াশোনা করেই ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় সফল হয়েছেন তিনি৷
হরিয়ানার বাসিন্দা দেবযানী বর্তমানে আইআরএস অফিসার৷ অফিসার হওয়ার পথটা মোটেই মসৃণ ছিল না তাঁর৷ চণ্ডীগড় থেকে তার দশম এবং দ্বাদশ শ্রেণির পড়াশোনার পাঠ শেষ করেন তিনি৷ এরপর ২০১৪ সালে বিআইটিএস পিলানির গোয়া ক্যাম্পাসে যোগদান করেন এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেন। স্নাতক হওয়ার পর থেকেই সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন দেবযানী৷
advertisement
advertisement
২০১৫ সালেই বসেন ইউপিএসসি পরীক্ষায়৷ তবে প্রথম প্রচেষ্টাতে ব্যর্থ হন তিনি৷ এরপর ২০১৬, ২০১৭ সালেও ইউপিএসসি পরীক্ষায় বসেন৷ কিন্তু পরপর তিনবারই ব্যর্থ হন৷ প্রথম দুইবার ইউপিএসসি প্রিলিমসেই উত্তীর্ণ হতে পারেননি তিনি৷ কিন্তু তৃতীয় প্রচেষ্টায় ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে যান৷ তবে, সেবার শেষরক্ষা হয়নি৷ অবশ্য হাল ছাড়ার পাত্রী মোটেই ছিলেন না হরিয়ানার এই তরুণী৷
advertisement
চতুর্থবার ২০১৮ সালে ফের পরীক্ষায় বসেন দেবযানী৷ এবার ভাগ্য তাঁর সহায় ছিল৷ সফলভাবে ইউপিএসসিতে উত্তীর্ণ হন তিনি৷ দেশে তাঁর র্যাঙ্ক হয় ২২২৷ সেন্ট্রাল অডিট বিভাগে নিযুক্ত হন দেবযানী৷ কিন্তু এই বিভাগে চাকরি পাওয়ার পরও ভাল র্যাঙ্কের আশায় ফের কঠিন এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মনস্থির করেন তিনি৷
advertisement
তবে, এবার তিনি সরকারী অফিসার৷ সেই সময় তাঁর ট্রেনিং চলছে৷ চাকরি সামলে সময় থাকে সপ্তাহে দুদিন, শনি ও রবিবার৷ তাই এই দুদিনেই পড়াশোনা করা শুরু করেন দেবযানী৷ যাঁরা ইউপিএসসির মতো কঠিন পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন তাঁরা জানেন এই কাজ কত কঠিন৷ তবে, নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করে ফের ২০১৯ সালে ইউপিএসসিতে বসেন দেবযানী৷ এবার আসে কাঙ্খিত ফলাফল৷ দেশের মধ্যে তাঁর র্যাঙ্ক হয় ১১৷ বর্তমানে তিনি আইআরএস অফিসার৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 4:28 PM IST