UPSC Success Story: সপ্তাহে মাত্র দুইদিন পড়েই ইউপিএসসিতে সফল এই তরুণী! চাকরি সামলে কীভাবে করলেন অসম্ভবকে সম্ভব? জানুন

Last Updated:

পরিশ্রম, প্রতিভা আর নিষ্ঠার জোরে যে অসম্ভবকে সম্ভব করে দেখানো যায় তা আবার প্রমাণ করলেন দেবযানী সিং৷ সপ্তাহে মাত্র দু'দিন, শনি আর রবিবার পড়াশোনা করেই ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় সফল হয়েছেন তিনি৷

সপ্তাহে মাত্র দুইদিন পড়েই ইউপিএসসিতে সফল এই তরুণী! চাকরি সামলে কীভাবে করলেন অসম্ভবকে সম্ভব? জানুন
সপ্তাহে মাত্র দুইদিন পড়েই ইউপিএসসিতে সফল এই তরুণী! চাকরি সামলে কীভাবে করলেন অসম্ভবকে সম্ভব? জানুন
সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করা মোটেই সহজ নয়৷ দেশের তথা বিশ্বের অন্যতম কঠিন এই পরীক্ষা৷ পাশ করতে গেলে সারাদিনে ১০-১২ ঘণ্টাতো পড়াশোনা করতেই হবে৷ ইউপিএসসিকে কেন্দ্র করে এমনই বহু ধারণা আছে সকলের৷ তবে পরিশ্রম, প্রতিভা আর নিষ্ঠার জোরে যে অসম্ভবকে সম্ভব করে দেখানো যায় তা আবার প্রমাণ করলেন দেবযানী সিং৷ সপ্তাহে মাত্র দু’দিন, শনি আর রবিবার পড়াশোনা করেই ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় সফল হয়েছেন তিনি৷
হরিয়ানার বাসিন্দা দেবযানী বর্তমানে আইআরএস অফিসার৷ অফিসার হওয়ার পথটা মোটেই মসৃণ ছিল না তাঁর৷ চণ্ডীগড় থেকে তার দশম এবং দ্বাদশ শ্রেণির পড়াশোনার পাঠ শেষ করেন তিনি৷ এরপর ২০১৪ সালে বিআইটিএস পিলানির গোয়া ক্যাম্পাসে যোগদান করেন এবং ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক করেন। স্নাতক হওয়ার পর থেকেই সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন দেবযানী৷
advertisement
advertisement
২০১৫ সালেই বসেন ইউপিএসসি পরীক্ষায়৷ তবে প্রথম প্রচেষ্টাতে ব্যর্থ হন তিনি৷ এরপর ২০১৬, ২০১৭ সালেও ইউপিএসসি পরীক্ষায় বসেন৷ কিন্তু পরপর তিনবারই ব্যর্থ হন৷ প্রথম দুইবার ইউপিএসসি প্রিলিমসেই উত্তীর্ণ হতে পারেননি তিনি৷ কিন্তু তৃতীয় প্রচেষ্টায় ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে যান৷ তবে, সেবার শেষরক্ষা হয়নি৷ অবশ্য হাল ছাড়ার পাত্রী মোটেই ছিলেন না হরিয়ানার এই তরুণী৷
advertisement
চতুর্থবার ২০১৮ সালে ফের পরীক্ষায় বসেন দেবযানী৷ এবার ভাগ্য তাঁর সহায় ছিল৷ সফলভাবে ইউপিএসসিতে উত্তীর্ণ হন তিনি৷ দেশে তাঁর র‍্যাঙ্ক হয় ২২২৷ সেন্ট্রাল অডিট বিভাগে নিযুক্ত হন দেবযানী৷ কিন্তু এই বিভাগে চাকরি পাওয়ার পরও ভাল র‍্যাঙ্কের আশায় ফের কঠিন এই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য মনস্থির করেন তিনি৷
advertisement
তবে, এবার তিনি সরকারী অফিসার৷ সেই সময় তাঁর ট্রেনিং চলছে৷ চাকরি সামলে সময় থাকে সপ্তাহে দুদিন, শনি ও রবিবার৷ তাই এই দুদিনেই পড়াশোনা করা শুরু করেন দেবযানী৷ যাঁরা ইউপিএসসির মতো কঠিন পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন তাঁরা জানেন এই কাজ কত কঠিন৷ তবে, নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করে ফের ২০১৯ সালে ইউপিএসসিতে বসেন দেবযানী৷ এবার আসে কাঙ্খিত ফলাফল৷ দেশের মধ্যে তাঁর র‍্যাঙ্ক হয় ১১৷ বর্তমানে তিনি আইআরএস অফিসার৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC Success Story: সপ্তাহে মাত্র দুইদিন পড়েই ইউপিএসসিতে সফল এই তরুণী! চাকরি সামলে কীভাবে করলেন অসম্ভবকে সম্ভব? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement