Job: বর্ধমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক নিয়োগ! কারা আবেদন করতে পারবেন, বেতন কত? সব জেনে নিন বিস্তারিত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Job: বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি’-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অতিথি শিক্ষক (গেস্ট টিচার) নিয়োগ করা হবে
বর্ধমান: বর্ধমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি’-র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অতিথি শিক্ষক (গেস্ট টিচার) নিয়োগ করা হবে, বিজ্ঞপ্তি দিয়ে জানা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল বিষয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কিংবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং (এমই) ডিগ্রির যেকোনও একটি থাকলেই চলবে।
advertisement
advertisement
শূন্যপদ– ২ টি।
বেতন– জানা গিয়েছে, অতিথী শিক্ষকদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা দেওয়া হবে। প্রতি দিনের নিরিখে ২,০০০ টাকা ভাতাও হিসাবে বরাদ্দ করা হয়েছে।
advertisement
প্রার্থীদের ‘ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি’-তে সশরীরে উপস্থিত থেকেই আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে বায়োডেটা, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো নথি থাকা আবশ্যক। আবেদনের শেষ দিন ২৯ অগাস্ট। তবে, কীভাবে নিয়োগ করা হবে, সেই বিষয়ে কোনও তথ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2025 7:44 PM IST