IITs To Teach B.Ed Courses: বড় ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর! এবার আইআইটিতেও পড়ানো হবে বিএড?
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Union Education Minister Dharmendra Pradhan: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিস (IITs) শীঘ্রই চার বছরের সমন্বিত শিক্ষক শিক্ষা প্রোগ্রাম বা ব্যাচেলর ইন এডুকেশন (বিএড) কোর্স পড়ানো শুরু করবে।
#ভুবনেশ্বর: এবার আইআইটিতে পড়ানো হবে বিএড! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিস (IITs) শীঘ্রই চার বছরের সমন্বিত শিক্ষক শিক্ষা প্রোগ্রাম বা ব্যাচেলর ইন এডুকেশন (বিএড) কোর্স পড়ানো শুরু করবে। শনিবার আইআইটি ভুবনেশ্বর ক্যাম্পাসে একটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার সময়, ধর্মেন্দ্র প্রধান জানান, দেশের অনেক বিএড কলেজের মান যথাযোগ্য নয় এবং এই উদ্যোগটি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে তথা শিক্ষার্থীদের উন্নয়নে সহায়তা করবে।
আরও পড়ুন- বিচিত্র: দুই স্বামীকে ছেড়ে বউ পালাল তৃতীয় পুরুষের সঙ্গে! স্ত্রীকে ফেরাতে থানায় দুই স্বামী!
“এই বছর, জাতীয় শিক্ষানীতির অধীনে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি ৪ বছরের সমন্বিত শিক্ষক শিক্ষা কর্মসূচি বা আইটিপি পাইলট মডেল চালু করা হবে। এটি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করবে এবং শিক্ষার্থীদের পূর্ণ বিকাশ ঘটাবে,” ট্যুইট করেছেন শিক্ষামন্ত্রী।
advertisement
advertisement
ଆଇଆଇଟି ଭୁବନେଶ୍ୱର ଉଚ୍ଚ ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଏକ ସମ୍ମାନସ୍ପଦ ଅନୁଷ୍ଠାନ । ଏଠାକାର ଅନୁକୂଳ ପରିବେଶରେ କେନ୍ଦ୍ରୀୟ ବିଦ୍ୟାଳୟର ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ପାଠ ପଢ଼ିବା ସହ ଟେକ୍ନୋଲୋଜିର ବ୍ୟବହାରକୁ ଜାଣିବା ପାଇଁ ଆଗ୍ରହୀ ହେବେ । ପୂର୍ବତନ ରାଷ୍ଟ୍ରପତି ତଥା ମହାନ ବୈଜ୍ଞାନିକ ଅବଦୁଲ କଲାମ ଓ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୋଦିଙ୍କ ପରି ସ୍ୱପ୍ନ ଦେଖିବେ । pic.twitter.com/gOkUc1kktY
— Dharmendra Pradhan (@dpradhanbjp) June 11, 2022
advertisement
ধর্মেন্দ্র প্রধান আরও জানান, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে ওড়িশা সহ ভারত জুড়ে প্রধানমন্ত্রী শ্রী স্কুল স্থাপন করা হবে। “ভারত সরকার নতুন স্কুলে নয়, পুরনো স্কুলেই এই স্কুল প্রতিষ্ঠায় সহায়তা করবে,” বলেন মন্ত্রী।
ଚଳିତବର୍ଷ ଜାତୀୟ ଶିକ୍ଷା ନୀତି ଅନ୍ତର୍ଗତ ଶିକ୍ଷକ ମାନଙ୍କୁ ଉପଯୁକ୍ତ ପ୍ରଶିକ୍ଷଣ ଦେବା ପାଇଁ 4 ବର୍ଷୀୟା ଇଣ୍ଟିଗ୍ରେଟେଡ୍ ଟିଚର ଏଜୁକେସନ ପ୍ରୋଗ୍ରାମ ବା ଆଇଟେପର ପାଇଲଟ୍ ମଡ଼େଲ ଆରମ୍ଭ କରାଯିବ । ଏହା ଦ୍ୱାରା ଶିକ୍ଷକମାନଙ୍କ ଦକ୍ଷତା ବୃଦ୍ଧି ହେବା ସହ ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ବିକାଶ ହେବ । pic.twitter.com/saWB4GU4nO
— Dharmendra Pradhan (@dpradhanbjp) June 11, 2022
advertisement
তিনি আরও জানান, ওড়িশায় শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি সরকারের সরাসরি তত্ত্বাবধানে আরও কেন্দ্রীয় বিদ্যালয়, নবদোয় এবং একলব্য বিদ্যালয় স্থাপন করা হবে। ধর্মেন্দ্র প্রধানের মতে, সামগ্রিক শিক্ষা পরিকল্পনায় আগামী চার বছরে ৩ লক্ষ কোটি টাকা খরচ হবে এবং ওড়িশা রাজ্য সহ দেশের শিক্ষার মান উন্নত হবে।
Location :
First Published :
June 12, 2022 1:59 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IITs To Teach B.Ed Courses: বড় ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর! এবার আইআইটিতেও পড়ানো হবে বিএড?