Career Counselling: উচ্চ মাধ্যমিকের পর কী করবেন? জেলায় শুরু কেরিয়ার কাউন্সেলিং

Last Updated:

উচ্চ মাধ্যমিক পাস করার পর কোন বিষয়ে পড়াশোনা করলে চাকরির সম্ভাবনা বেশি থাকে আবার কোন লাইনে গেলে সফলতা আসতে পারে এই নিয়ে দ্বিধায় থাকেন ছাত্র ছাত্রীরা।

+
পড়ুয়াদের

পড়ুয়াদের আগামী জীবনে সফলতার জন্য ক্যারিয়ার গাইডেন্স ও কাউন্সেলিং আয়োজন 

দক্ষিণ দিনাজপুর: স্কুল, কলেজ তারপর বিশ্ববিদ্যালয়। এই এক একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানে পা রাখার সন্ধিক্ষণগুলি ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক পাস করার পর কোন বিষয়ে পড়াশোনা করলে চাকরির সম্ভাবনা বেশি থাকে, আবার কোন লাইনে গেলে সফলতা আসতে পারে এই নিয়ে দ্বিধায় থাকেন ছাত্র ছাত্রীরা। জীবনে কোন পথে এগোতে চাইছেন তা বিবেচনা করেই এই প্রতিষ্ঠান বেছে নিতে হয়। তবে, এরকম অনেকেই রয়েছেন যাঁরা নিজেরাই জানে না কোন পথে এগোতে হবে, বা কোন পথে এগোলে সাফল্য আসবে তাড়াতাড়ি। হয়ত স্বপ্ন রয়েছে অনেক। কিন্তু তা বাস্তবায়নের দিশা খুঁজে পাচ্ছেন না। তাঁদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার জেলা প্রশাসনের আধিকারিকদের দিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে পড়ুয়াদের বিভিন্ন সন্দেহের অবকাশ দূর করতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। পড়ুয়াদের আগামী জীবনে সফলতার জন্য প্রশাসনের তরফে ক্যারিয়ার গাইডেন্স ও কাউন্সেলিং শিবিরের আয়োজিত হল বালুরঘাটে।
শহরের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা। যা নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ক্যারিয়ার কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়। যাতে এসব শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য নিজেদের সর্বোত্তম অপশন বেছে নিতে পারেন। তার জন্যই কিছু ক্যারিয়ার গাইডেন্স দেওয়াই এই সেমিনারের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক উপস্থিত হন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলা শাসক(সাধারণ) রবি প্রকাশ মিনা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ডিন জ্যোতির্ময় কারফর্মা সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকরা। সেমিনার অংশগ্রহণ করা স্কুল পড়ুয়ারা জানিয়েছেন, ‘‘এমন সেমিনারের আয়োজন করায় তাদের আগামীদিনে উচ্চ শিক্ষার জন্য সহযোগিতা হবে। তাঁরা খুব সহজেই সঠিক বিষয়টি নিয়ে এগোতে পারবেন।’’
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৭ দিনে অ্যালোভেরার রসেই ঘায়েল অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য! শুধু জেনে নিন খাওয়ার ‘সঠিক’ সময়
এদিন আইএস, আইপিএস ডব্লুবিসিএস আধিকারিকদের কাছে ক্যারিয়ার সম্পর্কে একাধিক বিষয়ে জানল ছাত্রছাত্রীরা। শিবিরে wbcareerportal.in ওয়েবসাইট ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরা হয়েছে। যেখানে আগে থেকেই পরিকল্পনা করে এগোতে পারবে পড়ুয়ারা। পড়াশোনার জীবন চলাকালীন উচ্চতর শিক্ষা থেকে শুরু করে কর্মজীবন শুরুর ক্ষেত্রে বিচার বিবেচনা শুরু করে দিতে হবে। এমনকি সঠিক উপদেশ ও সিদ্ধান্তে বদলে যেতে পারে পড়ুয়ার আগামী ভবিষ্যৎ।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Career Counselling: উচ্চ মাধ্যমিকের পর কী করবেন? জেলায় শুরু কেরিয়ার কাউন্সেলিং
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement