কলেজে কলেজে বাড়ল পরিচালন সমিতির মেয়াদ! কসবা কাণ্ডের মাঝেই বড় ঘোষণা উচ্চ শিক্ষা দফতরের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্যজুড়ে উচ্চশিক্ষা দফতর অনুমোদিত সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত কলেজগুলির পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হল আরও ছয় মাস।
কলকাতা: সাউথ কলকাতা ল কলেজের ঘটনার আবহের মধ্যেই বাড়ল কলেজে কলেজে পরিচালন সমিতির মেয়াদ। রাজ্যজুড়ে উচ্চশিক্ষা দফতর অনুমোদিত সরকারি ও সরকারি নিয়ন্ত্রিত কলেজগুলির পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হল আরও ছয় মাস। কলেজে কলেজে নির্দেশিকা জারি উচ্চ শিক্ষা দফতরের।
যে কলেজগুলির পরিচালন সমিতির মেয়াদ ৩০ শে জুন বা তারপরে শেষ হওয়ার কথা ছিল। সেই সময়সীমা বাড়িয়ে সেগুলির মেয়াদ ৩১ শে ডিসেম্বর পর্যন্ত করা হল। পরিচালন সমিতির যারা সদস্য রয়েছেন সভাপতি-সহ তাদের সবার মেয়াদই ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ান হল। নির্দেশিকায় এমনটাই উল্লেখ্য।
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, নির্দেশিকায় উচ্চশিক্ষা দফতর আরও জানিয়েছে, ছাত্র-ছাত্রীদের স্বার্থে এবং কলেজের প্রশাসন সুষ্ঠুভাবে যাতে পরিচালিত হয় সেই কারণেই এই মেয়াদ বাড়ানো হল। প্রসঙ্গত কসবার ল কলেজের গণধর্ষণ কাণ্ডের পরেই কলেজের পরিচালক সমিতি এবং ইউনিয়নের আধিপত্য প্রশ্নের মুখে। তারমাঝেই বড় ঘোষণা উচ্চ শিক্ষা দফতরের।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 10:14 PM IST