South Dinajpur News: মিলছে না বেতন, দিন দিন বাড়ছে বকেয়া! পুজোর মুখে কর্মবিরতির সিদ্ধান্ত হাসপাতালের অস্থায়ী কর্মীদের
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
যতদিন যাচ্ছে ততই যেন বেতন অনিয়মিত হয়ে পড়ছে এই সমস্ত অস্থায়ী কর্মীদের। বিগত দু'মাসের এখনও বেতন পাননি সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।
দক্ষিণ দিনাজপুর: পুজোর আর এক সপ্তাহও বাকি নেই। অথচ এখনও বেতন পাননি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। দ্রুত বেতনের দাবিতে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের মূল গেটের সামনে এদিন ক্ষোভে ফেটে পড়েন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।
কর্মীদের পক্ষ থেকে জানা যায়, কয়েক মাস যাবত মাসের ২০ তারিখ আবার কখনও পরেও হচ্ছে না। কিন্তু বেশ কয়েক মাস আগেও ১০ তারিখের মধ্যে বেতন হয়ে যেত প্রত্যেক কর্মীর। কিন্তু যতদিন যাচ্ছে ততই যেন বেতন অনিয়মিত হয়ে পড়ছে এই সমস্ত অস্থায়ী কর্মীদের।
advertisement
advertisement
বিগত দু’মাসের এখনও বেতন পাননি হাসপাতালে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। দ্রুত বেতন না দেওয়া হলে আগামী দিনে আরও বড় আন্দোলন, এমনকি কর্মবিরতির পথেও হাঁটবেন বলে সাফ জানিয়েছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।
জানা গিয়েছে, হাসপাতালে প্রায় ২০০ জনের মত অস্থায়ী কর্মী রয়েছেন। পুজোর মাসে এখন তাঁরা বেতন পাননি। বেতন সমস্যা মেটানোর জন্য বারংবার হাসপাতাল কর্তৃপক্ষকে এবং সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়েছে। তারপরেও সমস্যা মেটানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলেই আন্দোলনকারীদের দাবি।
advertisement
এদিকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ ও হাসপাতালের কর্মীরা। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হবে বলেও হাসপাতালের তরফে জানানো হয়েছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 8:55 PM IST

