#নয়াদিল্লি: সম্প্রতি টাটা মেমোরিয়াল সেন্টারের (Tata Memorial Centre) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে tmc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
Tata Memorial Centre Recruitment 2021: ইন্টারভিউয়ের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। সে ক্ষেত্রে ১২ নভেম্বর, ২০২১ তারিখে ইন্টারভিউয়ের দিন ধার্য করা হয়েছে।
Tata Memorial Centre Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ২৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Tata Memorial Centre Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
সায়েন্টিস্ট অফিসার ই: ৪টি পদ
মেডিক্যাল ফিজিসিস্ট: ৪টি পদ
সায়েন্টিফিক অফিসার ডি: ১টি পদ
সায়েন্টিফিক অফিসার সি: ১টি পদ
মেডিক্যাল ফিজিসিস্ট সি: ১টি পদ
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: ১টি পদ
নার্স এ: ২টি পদ
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি: ১টি পদ
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি: ১টি পদ
কো- অর্ডিনেটর বি: ৪টি পদ
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি: ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার: ১টি পদ
সাব অফিসার এ: ১টি পদ
টেকনিশিয়ান এ: ৫টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: টাটা মেমোরিয়াল সেন্টার (Tata Memorial Centre)
পদের নাম: সায়েন্টিস্ট অফিসার ই, সায়েন্টিফিক অফিসার ডি, মেডিক্যাল ফিজিসিস্ট সি, জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, নার্স এ, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সি ইত্যাদি
শূন্যপদের সংখ্যা: ২৯
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
ইন্টারভিউয়ের তারিখ: ১২.১১.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
Tata Memorial Centre Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজের কেরিয়ার অপশনে যেতে হবে। এর পর কেরিয়ার ট্যাব অপশনে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে ‘অ্যাপ্লাই অনলাইন’-এ ক্লিক করতে হবে। প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য, ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি পূরণ করে জমা করতে হবে। এর পর আবেদন ফি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
আরও পড়ুন - জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন জানুন বিশদে
নিয়োগ বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা এই লিঙ্কটি tmc.gov.in দেখতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job