ISRO Recruitment 2021: জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন জানুন বিশদে

Last Updated:

ISRO Recruitment 2021: প্রার্থীরা আগামী ২০ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।

ফাইল ছবি
ফাইল ছবি
#নয়াদিল্লি: সম্প্রতি আইএসআরও (ISRO)- হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার (Human Space Flight Centre) এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (Indian Space Research Organization) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
ISRO Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ২০ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা প্রার্থীদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ISRO Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে নিয়োগ করা হবে।
ISRO Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রতিষ্ঠান সূত্রে বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের হাউজ অ্যালায়্যান্সের সুবিধে, বিনামূল্যে ট্রান্সপোর্টের সুবিধে দেওয়া হবে। এছাড়াও প্রার্থীরা ট্রাভেল কনসেশন, গ্রুপ ইনস্যুরেন্স, ক্যান্টিনের সুবিধে, হাউজ কনস্ট্রাকশন ইত্যাদি সুবিধে পাবেন।
advertisement
বয়সসীমা, আবেদনের যোগ্যতা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীরা এই লিঙ্কটি https://tmc.gov.in/m_events/Events/JobDetail?jobId=8948 দেখতে পারেন।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: আইএসআরও- হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার (Human Space Flight Centre) এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (Indian Space Research Organization)
advertisement
পদের নাম: জুনিয়র ট্রান্সলেশন অফিসার
শূন্যপদের সংখ্যা: ৬
কাজের স্থান: ভারত
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা/ স্কিল টেস্ট
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ২০.১১.২০২১
advertisement
ISRO Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মূলত লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। নিয়োগের জন্য চূড়ান্ত পর্বের নির্বাচনে প্রার্থীদের লিখিত পরীক্ষার নম্বর এবং স্কিল টেস্টের ৬০% নম্বর দেখা হবে।
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে এই লিঙ্কটি https://apps.ursc.gov.in/Hinditrans-2021/advt.jsp ব্যবহার করতে পারেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ISRO Recruitment 2021: জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন জানুন বিশদে
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement