Teacher Eligibility Test: চাকরি রাখতে হলে TET পাশ করতেই হবে? কর্মরত শিক্ষকদের জন্য রায় সুপ্রিম কোর্টের

Last Updated:

Teacher Eligibility Test: কোন শিক্ষকদের টেট পাশ বাধ্যতামূলক? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাকরিতে বহাল থাকতে বা পদোন্নতির যোগ্য হতে গেলে টেট পাশ করা বাধ্যতামূলক। এই নিয়ম প্রযোজ্য হবে তাঁদের ক্ষেত্রেও, যাঁরা টেট চালুর আগেই শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন।  
সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাকরিতে বহাল থাকতে বা পদোন্নতির যোগ্য হতে গেলে টেট পাশ করা বাধ্যতামূলক। এই নিয়ম প্রযোজ্য হবে তাঁদের ক্ষেত্রেও, যাঁরা টেট চালুর আগেই শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন।  
টিচার এলিজিবিলিটি টেস্ট (TET): যেসব শিক্ষকের চাকরিতে অবসর পেতে এখনও পাঁচ বছরের বেশি সময় বাকি আছে, তাঁদের চাকরিতে থাকতে গেলে ২০২৫ থেকে টেট পাশ করতেই হবে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাকরিতে বহাল থাকতে বা পদোন্নতির যোগ্য হতে গেলে টেট (Teacher Eligibility Test) পাশ করা বাধ্যতামূলক। এই নিয়ম প্রযোজ্য হবে তাঁদের ক্ষেত্রেও, যাঁরা টেট চালুর আগেই শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন।
বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ একাধিক সিভিল মামলার শুনানি করতে গিয়ে এই রায় দেয়। তার মধ্যে ছিল Anjuman Ishat-E-Talim Trust vs State of Maharashtra and Others মামলাও। ২০১১ সালের ২৯ জুলাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (NCTE) টেট বাধ্যতামূলক করেছিল ১ থেকে ৮ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগে। প্রশ্ন উঠেছিল— টেট চালুর আগে যারা নিযুক্ত হয়েছেন, তাঁদেরও কি টেট পাশ করতে হবে?
advertisement
advertisement

কর্মরত শিক্ষকদের জন্য গাইডলাইন—

  • যাঁদের অবসর পেতে ৫ বছরের কম সময় বাকি:
    তাঁদের টেট পাশ না করলেও চাকরিতে থাকতে পারবেন। তবে টেট পাশ না করলে পদোন্নতির সুযোগ পাবেন না।
  • advertisement
  • যাঁদের অবসর পেতে ৫ বছরের বেশি সময় বাকি:
    তাঁদের আগামী ২ বছরের মধ্যে টেট পাশ করতে হবে। তা না হলে বাধ্যতামূলক অবসর বা চাকরিচ্যুত করা হবে। তবে অবসরকালীন সুবিধা (retirement benefits) দেওয়া হবে।
  • অবসর সুবিধা প্রসঙ্গে:
    অবসরকালীন সুবিধা পেতে নির্দিষ্ট সময়ের যোগ্য পরিষেবা থাকতে হবে। যদি তার ঘাটতি থাকে, তবে সংশ্লিষ্ট দফতর নিয়ম মেনে সিদ্ধান্ত নেবে।
  • advertisement
    প্রাথমিক শিক্ষা পর্ষদ
    প্রাথমিক শিক্ষা পর্ষদ
    • শিক্ষকদের জন্য নির্দেশ: চাকরির জন্য আবেদন করার আগে টেট পাশ করতে হবে।
    • কর্মরত শিক্ষকরা (৫ বছরের বেশি সার্ভিস বাকি): চাকরিতে থাকতে বা পদোন্নতি পেতে হলে টেট পাশ করতে হবে।
    • advertisement
    • কর্মরত শিক্ষকরা (৫ বছরের কম সার্ভিস বাকি): চাকরিতে থাকতে পারবেন, তবে টেট পাশ না করলে পদোন্নতি মিলবে না।
    • যদিও এই রাজ্যের শিক্ষকরা বেশিরভাগই টেট পাশ, তাই দুশ্চিন্তার কারণ নেই বলেই জানা গিয়েছে।
      view comments
      বাংলা খবর/ খবর/শিক্ষা/
      Teacher Eligibility Test: চাকরি রাখতে হলে TET পাশ করতেই হবে? কর্মরত শিক্ষকদের জন্য রায় সুপ্রিম কোর্টের
      Next Article
      advertisement
      Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
      বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
      • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

      • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

      • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

      VIEW MORE
      advertisement
      advertisement