School in Summer: প্রচণ্ড গরমে স্কুলের টাইম চেঞ্জ! বাঁকুড়ার নির্দেশিকা ঘিরে কড়া পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
কার অনুমতি নিয়ে এই নির্দেশিকা? বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের থেকে এবার তা জানতে চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, এই বিতর্ক ও তার জেরে এবার শোকজ করতে চলেছে তারা।
দক্ষিণবঙ্গ: আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেড়েছে তাপমাত্রা পারদ। হাওয়া অফিসে রিপোর্ট বলছে, আগামী কয়েক দিন ৪ থেকে ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। অত্যধিক গরমের কথা মাথায় রেখে নতুন সিদ্ধান্ত নিয়েছেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান। নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, আগামী ৪ জুন থেকে প্রাথমিক স্কুলগুলিতে সকালে ক্লাস করাতে হবে। সেই নির্দেশিকা ঘিরেই শুরু হয়ে গেল বিতর্ক৷
কার অনুমতি নিয়ে এই নির্দেশিকা? বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের থেকে এবার তা জানতে চাইল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সূত্রের খবর, এই বিতর্ক ও তার জেরে এবার শোকজ করতে চলেছে তারা।
advertisement
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমতি না নিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারম্যান কীভাবে এই ধরনের নোটিস জারি করলেন?
তা নিয়েই বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদের চেয়ারম্যানের থেকে জানতে চাইলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান।
Location :
West Bengal
First Published :
June 02, 2025 10:14 PM IST