Bengal News: মদ খেয়ে বীভৎস গালাগালি দিচ্ছিল ছেলেটা...বলতে গিয়েই মহাবিপদে পড়ে গেলেন চিকিৎসক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
চিকিৎসকের অভিযোগ , গত রবিবার সন্ধে ৭টা নাগাদ চিকু পাণ্ডে নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গালাগালি করছিলেন৷ শঙ্করবাবু বিষয়টির প্রতিবাদ করায় তিনি তাঁকে মারধর করেন।
কলকাতা: মারাত্মক অভিযোগ৷ চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর। আক্রান্ত চিকিৎসকের নাম শঙ্কর ভগবান তিওয়ারি। তাঁর অভিযোগ, চিকু পাণ্ডে নামের এক ব্যক্তি মত্ত অবস্থায় তাঁকে গালিগালাজ ও মারধর করে। ঘটনাটি ঘটেছে কসবা থানার অন্তর্গত বেদিয়াডাঙা এলাকায়৷
চিকিৎসকের অভিযোগ , গত রবিবার সন্ধে ৭টা নাগাদ চিকু পাণ্ডে নামে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় গালাগালি করছিলেন৷ শঙ্করবাবু বিষয়টির প্রতিবাদ করায় তিনি তাঁকে মারধর করেন।
advertisement
advertisement
তিনি মারধরে বাধা দিতে গেলে ওই যুবক বাইরে থেকে তিন-চারজনকে নিয়ে এসে শঙ্করবাবুর ছেলেকে ঘিরে ধরে মারধর করে।
শঙ্কর বলেন, ‘‘গত ৩০ বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। ওকে বাধা দিতেই কোথা থেকে ৩-৪ নিয়ে চলে এল৷ আমার ছেলেকে ঘিরে ধরে মারধরকরতে শুরু করল৷’’
ইতিমধ্যে ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 02, 2025 7:28 PM IST