Viral Video: ‘আমি আসলে প্রেগন্যান্ট...,’ প্রথমে অটো ড্রাইভারকে জুতো পেটা! ভিডিও ভাইরাল হতেই পাল্টি খেল দম্পতি

Last Updated:
জানা গিয়েছে, ওই মহিলা ও তাঁর স্বামী তাঁদের মোটর বাইকে করে বেল্লান্দুরের সেন্ট্রো মলের কাছে যাচ্ছিলেন৷ সেই সময় তাঁদের বাইকের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে লোকেশ নামের ওই অটোচালকের৷ লোকেশের অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁকে মারধর শুরু করেন ওই দম্পতি৷ জুতো পেটা করতে থাকেন ওই মহিলা৷
1/5
দেশের আইটি হাব বেঙ্গালুরু৷ রাস্তাঘাটের ঝামেলা যেখানে পৌঁছে গেল জুতো পেটায়৷ হুহু করে ভাইরাল হল ভিডিও৷ তবে শেষে দেখা গেল যে জুতোপেটা করেছে, তাকেই পায়ে ধরতে হল সামনের জনের৷ কী ঘটেছে পুরোটা জানুন৷ Generated image
দেশের আইটি হাব বেঙ্গালুরু৷ রাস্তাঘাটের ঝামেলা যেখানে পৌঁছে গেল জুতো পেটায়৷ হুহু করে ভাইরাল হল ভিডিও৷ তবে শেষে দেখা গেল যে জুতোপেটা করেছে, তাকেই পায়ে ধরতে হল সামনের জনের৷ কী ঘটেছে পুরোটা জানুন৷ Generated image
advertisement
2/5
পঙ্খুরি মিশ্রা৷ বছর আঠাশের এক মহিলা৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় তাঁকে দেখা যায় এক অটো ড্রাইভারকে জুতোপেটা করতে৷ কেন অটোচালককে জুতোপেটা করছিলেন ওই মহিলা? Generated image
[caption id="" align="alignnone" width="1200"] পঙ্খুরি মিশ্রা৷ বছর আঠাশের এক মহিলা৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় তাঁকে দেখা যায় এক অটো ড্রাইভারকে জুতোপেটা করতে৷ কেন অটোচালককে জুতোপেটা করছিলেন ওই মহিলা? Generated image</dd> <dd>[/caption]
advertisement
3/5
জানা গিয়েছে, ওই মহিলা ও তাঁর স্বামী তাঁদের মোটর বাইকে করে বেল্লান্দুরের সেন্ট্রো মলের কাছে যাচ্ছিলেন৷ সেই সময় তাঁদের  বাইকের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে লোকেশ নামের ওই অটোচালকের৷ লোকেশের অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁকে মারধর শুরু করেন ওই দম্পতি৷ জুতো পেটা করতে থাকেন ওই মহিলা৷ Generated image
[caption id="" align="alignnone" width="1200"] জানা গিয়েছে, ওই মহিলা ও তাঁর স্বামী তাঁদের মোটর বাইকে করে বেল্লান্দুরের সেন্ট্রো মলের কাছে যাচ্ছিলেন৷ সেই সময় তাঁদের বাইকের সঙ্গে পাশাপাশি ধাক্কা লাগে লোকেশ নামের ওই অটোচালকের৷ লোকেশের অভিযোগ, বিনা প্ররোচনায় তাঁকে মারধর শুরু করেন ওই দম্পতি৷ জুতো পেটা করতে থাকেন ওই মহিলা৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/5
মেজাজ না হারিয়ে গোটা ঘটনা মোবাইলে ভিডিও রেকর্ড করেন লোকেশ৷ সেই ভিডিয়োয় শোনা যাচ্ছে, পঙ্খুরি বলছেন, ‘‘এই লোকটা অসভ্যতা করছিল..ইচ্ছে করে  আমার পা চিপ্টে দিয়েছে, এখন ভিডিও করছে৷’’ পরে অবশ্য বিহারের বাসিন্দা মিশ্রা দম্পতির বিরুদ্ধে মামলা রুজু করে বেল্লান্দুর পুলিশ৷ Generated image
[caption id="" align="alignnone" width="1200"] মেজাজ না হারিয়ে গোটা ঘটনা মোবাইলে ভিডিও রেকর্ড করেন লোকেশ৷ সেই ভিডিয়োয় শোনা যাচ্ছে, পঙ্খুরি বলছেন, ‘‘এই লোকটা অসভ্যতা করছিল..ইচ্ছে করে আমার পা চিপ্টে দিয়েছে, এখন ভিডিও করছে৷’’ পরে অবশ্য বিহারের বাসিন্দা মিশ্রা দম্পতির বিরুদ্ধে মামলা রুজু করে বেল্লান্দুর পুলিশ৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/5
‘‘আমি আসলে অন্তঃসত্ত্বা৷ তাই ধাক্কা লাগার সময় ভয় পেয়ে গিয়েছিলাম৷’’ যদিও নেটিজেনদের একাংশ বলেছে, গর্ভবতী হলেই কেউ কারওকে জুতো পেটা করার অধিকার পেয়ে যায় না৷
‘‘আমি আসলে অন্তঃসত্ত্বা৷ তাই ধাক্কা লাগার সময় ভয় পেয়ে গিয়েছিলাম৷’’ যদিও নেটিজেনদের একাংশ বলেছে, গর্ভবতী হলেই কেউ কারওকে জুতো পেটা করার অধিকার পেয়ে যায় না৷
advertisement
advertisement
advertisement