School Summer Holiday: এবছর গরমের ছুটি তাড়াতাড়ি পড়বে? নাকি ক্লাসেরই কিছু রদবদল হবে, যা জানা গেল বিকাশ ভবন সূত্রে

Last Updated:

আবার অন্যদিকে, লম্বা ছুটি পরলে দ্বিতীয় সামিটিভ পরীক্ষার সিলেবাস শেষ হবে কী করে? চিন্তা রয়েছে তা নিয়েও। বর্তমানে বছরে তিনবার ক্লাস ভিত্তিক মূল্যায়ন করা হয় পড়ুয়াদের।

News18
News18
কলকাতা: এই মার্চেই রীতিমতো কাহিল অবস্থা৷ বড়রাই যেখানে নাজেহাল হয়ে যাচ্ছেন, বাচ্চাদের অবস্থা কী হবে? তাহলে কি এবছর আগে ভাগেই গরমের ছুটি পড়ছে? কী সিদ্ধান্ত নিল বিকাশ ভবন? বিকাশ ভব সূত্রে জানা গিয়েছে, এখনই গরম নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন না তাঁরা৷ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে চায় বিকাশ ভবন। জেলাভিত্তিক রিপোর্ট পাওয়ারপরেই এ বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে৷
গরমের ছুটি পড়ে মে মাসের ১২ থেকে ২৩ তারিখ নাগাদ। এখনই একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে৷ মে মাসে পরিস্থিতি কোথায় পৌঁছবে, জেলায় জেলায় তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়েই আশঙ্কায় শিক্ষকেরা।
advertisement
advertisement
আবার অন্যদিকে, লম্বা ছুটি পরলে দ্বিতীয় সামিটিভ পরীক্ষার সিলেবাস শেষ হবে কী করে? চিন্তা রয়েছে তা নিয়েও। বর্তমানে বছরে তিনবার ক্লাস ভিত্তিক মূল্যায়ন করা হয় পড়ুয়াদের। এপ্রিল, সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে। ইতিমধ্যে স্কুলগুলিতে প্রথম সামেটিভের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার পরই শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ক্লাস। স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, তাই গরমের ছুটি নিয়ে চটজলটি সিদ্ধান্ত চায় না সরকার।
advertisement
যদিও রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে ক্লাস নেওয়ার সময় সীমার বদল হবে কি না, তা নিয়ে বিভিন্ন জেলা থেকে রিপোর্ট জমা পড়ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
School Summer Holiday: এবছর গরমের ছুটি তাড়াতাড়ি পড়বে? নাকি ক্লাসেরই কিছু রদবদল হবে, যা জানা গেল বিকাশ ভবন সূত্রে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement