South 24 Parganas News: গুজরাত থেকে ফিরে বন্ধ হয়েছিল পড়াশোনা অবশেষে ডায়মন্ড হারবারের স্কুলে ভর্তি সুমাইয়া
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
ডায়মন্ড হারবারের ষাটমনীষার বাসিন্দা, থাকতেন গুজরাতে, কিন্তু সম্প্রতি সেখানে বাংলাদেশী সন্দেহে বাঙালীদের উপর ধড়পাকড় শুরু হলে আতঙ্কে বাংলায় ফিরে আসে শেখ পরিবার।
নবাব মল্লিক, ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবারের ষাটমনীষার বাসিন্দা, থাকতেন গুজরাতে। কিন্তু, সম্প্রতি সেখানে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের উপর ধড়পাকড় শুরু হলে আতঙ্কে বাংলায় ফিরে আসে শেখ পরিবার।কিন্তু ফেরার পর এ রাজ্যে একাদশ শ্রেণির পড়ুয়া মেয়ের স্কুলে ভর্তি নিয়ে আতান্তরে পড়েছিলেন তাঁরা। মাইগ্রেশান সার্টিফিকেট না থাকায় কোন স্কুল ভর্তি নিচ্ছিল না।
বাধ্য হয়ে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন পরিবারটি। তাদের দাবি, এখানকার স্কুলে তাদের একমাত্র মেয়ের পড়াশোনার ব্যবস্থা করুক রাজ্য সরকার।
advertisement
শেষমেষ ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে ওই ছাত্রী ডায়মন্ড হারবার হাই মাদ্রাসায় একাদশ শ্রেণীতে ভর্তি হয়। জানা গিয়েছে গুজরাতের সংগ্রামপুরা এলাকায় পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন নিয়ামত আলি শেখ ও তার স্ত্রী সাবিনা বিবি।
advertisement
নিয়ামত সেলাইয়ের কাজ করতেন। স্ত্রী সাবিনা ভাড়া বাড়িতে বসেই জরির কাজ করতেন। সেখানকার একটি স্কুলে পড়াশুনো করত তাদের একমাত্র মেয়ে বছর সতেরোর সুমাইয়া খাতুন। সম্প্রতি মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল সুমাইয়া। কিন্তু সম্প্রতি সেখানে বেআইনিভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশীদের ধরপাকড় শুরু হয়। ফলে আতঙ্ক গ্রাস করে বাংলাভাষী এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের মধ্যে।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 2:38 PM IST