Bankura News: খুশির খবর বাঁকুড়াবাসীদের জন্য! দু'কোটি টাকার যন্ত্রাংশ বসল বাঁকুড়া মেডিক্যালে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
সিএসআর প্রকল্পে আগেই প্রায় দু'কোটি টাকার যন্ত্রপাতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এক সংস্থা।
নীলাঞ্জন ব্যানার্জী, বাঁকুড়া:- সিএসআর প্রকল্পে আগেই প্রায় দু\’কোটি টাকার যন্ত্রপাতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এক সংস্থা। সম্প্রতি সেই যন্ত্রগুলি সরবরাহ করার পর এবার সেগুলি মেডিক্যাল কলেজের হাতে হস্তান্তর করল ওই সংস্থা। নিয়ম মেনে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপারের হাতে যন্ত্রগুলি অফিসিয়ালি হস্তান্তর করেন ওই সংস্থার আধিকারিকরা। অত্যাধুনিক মানের বহুমূল্যের ওই চিকিৎসা যন্ত্রপাতিগুলি মেডিক্যাল কলেজের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলে দাবি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। আরও পড়ুন: রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?
রাজ্যের অন্যতম নামি সরকারি হাসপাতাল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ। চিকিৎসার ব্যাপারে এই মেডিক্যাল কলেজের উপর শুধু বাঁকুড়া জেলা নয়, পার্শ্ববর্তী পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার একাংশ এমনকি ঝাড়খন্ডের একাংশও নির্ভরশীল। হাসপাতালে দীর্ঘদিন ধরে বিভিন্ন আধুনিক মানের চিকিৎসা যন্ত্রপাতি প্রয়োজন হলেও সেগুলি সরকারি ভাবে সরবরাহ না থাকায় চিকিৎসা ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল।
advertisement
advertisement
সম্প্রতি পাওয়ার গ্রিড কর্পোরেশান এই ধরনের যন্ত্রপাতির তালিকা চেয়ে পাঠায়। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী ওই সংস্থা নিজেদের সিএসআর প্রকল্পে মোট ১ কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার টাকা বরাদ্দ করে হাসপাতালে অপথালমিক আল্ট্রাসাউন্ড, ক্যামেরা এন্ডোস্কোপ সিস্টেম, বায়ো ফিডব্যাক সিস্টেম, ইসিটি, ল্যাপারোস্কোপ, স্পিরোমিটার, মাইক্রো ডেব্রিডার, ফান্ডাস ক্যামেরা সহ মোট ১০ টি আধুনিক মানের চিকিৎসা যন্ত্র বসানোর উদ্যোগ নেয়।
advertisement
সম্প্রতি যন্ত্রগুলি বসানোর পর আজ সেই যন্ত্রগুলি অফিসিয়ালি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। আধুনিকমানের এই যন্ত্রগুলি পাওয়ায় এবার হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 12:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: খুশির খবর বাঁকুড়াবাসীদের জন্য! দু'কোটি টাকার যন্ত্রাংশ বসল বাঁকুড়া মেডিক্যালে