Purulia News : হয়েছে উন্নয়ন, তবুও দুর্ভোগের মধ্যে বলরামপুরের এই গ্রামের বাসিন্দারা , জানেন কেন!

Last Updated:

উন্নয়নের মাঝেই অন্ধকার , ঝাঁ চকচকে রাস্তা তৈরি হতেই জলে ডুবছে গোটা গ্রাম , তীব্র অভিযোগ গ্রামবাসীদের!

+
বলরামপুরের

বলরামপুরের হাটতলা গ্রামের সমস্যা

শর্মিষ্ঠা ব্যানার্জি, পুরুলিয়া : চার বছর আগে গ্রামে তৈরি হয়েছে পাকা ঢালাই রাস্তা। দু’বছর আগে তৈরি হয়েছে রাস্তার ধারে ড্রেন। বর্তমানে তৈরি হয়েছে ১৮ নম্বর জাতীয় সড়ক। কিন্তু তারপরেও সামান্য বৃষ্টিতে বলরামপুরের উরমার হাটতলা গ্রামে, জল জমতে দেখা যাচ্ছে। এই জলের যাতায়াত প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। মাটির বাড়ির দেওয়াল ধসতে শুরু করেছে। ‌আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। দুই দিকে উন্নয়ন থাকলেও রাস্তায় জমছে জল। ক্ষোভ জন্মাচ্ছে গ্রামবাসীদের মধ্যে।
গ্রামবাসীদের অভিযোগ, ড্রেন তৈরি হলেও নির্মাণ কার্যের সময় থেকেই ওই ড্রেন দিয়ে জল যেত না। যদিও সেই সময় পুরোনো জাতীয় সড়কের পাশ দিয়ে বৃষ্টির জল বেরিয়ে যেত। কিন্তু বর্তমানে একেবারে নতুন ভাবে তৈরি হয়েছে ১৮ নম্বর জাতীয় সড়ক। এই সড়কের উচ্চতা বেড়ে গিয়েছে। বেশ খানিকটা চওড়াও হয়েছে। যার কারণে জাতীয় সড়কের পাশ দিয়ে জল বেরোনোর পথ বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
advertisement
আর তাতেই ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে তাদের। শুধু এই বর্ষায় নয়। প্রত্যেক বছর বর্ষা এলে চরম সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। গ্রামের একাধিক বাড়ি মাটি দিয়ে তৈরি। তাই অনেকেই বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কায় ভুগছেন। এ সমস্যা যাতে সমাধান করা হয় তার আর্জি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
advertisement
এ বিষয়ে বলরামপুর ব্লক সভাপতি কাল্লাবতি কুমার বলেন, গ্রামবাসীদের এই সমস্যার কথা তারা জানেন। নবনির্মিত জাতীয় সড়ক হওয়ার কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।‌ দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
advertisement
এই জল জমার কারণে নানান সমস্যার মধ্যে পড়েছেন পুরুলিয়ার বলরামপুর ব্লকের উরমা হাটতলা গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের এই সমস্যা কবে সমাধান হয় সেটাই এখন দেখার বিষয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : হয়েছে উন্নয়ন, তবুও দুর্ভোগের মধ্যে বলরামপুরের এই গ্রামের বাসিন্দারা , জানেন কেন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement