Success Story: ইসরোতে ডাক পেল মুর্শিদাবাদের কিশোর! ‘খুদে বিজ্ঞানী’ এই বছরেই দিল CBSE-তে মাধ‍্যমিক

Last Updated:

Success Story: সেই ভালবাসাকে পাথেয় করেই দেশের শীর্ষ মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মুর্শিদাবাদের ছাত্র ওয়াসিফ হাসান

+
ইসরোতে

ইসরোতে ডাক খুদে বিজ্ঞানীর

মুর্শিদাবাদ: বিজ্ঞানই তাঁর প্রথম ভালবাসা। সেই ভালবাসাকে পাথেয় করেই দেশের শীর্ষ মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মুর্শিদাবাদের ছাত্র ওয়াসিফ হাসান। ইতিমধ্যেই CBSE রেজাল্টে জেলার সেরা হয়েছে। ফলে তার স্কুলেও খুশির হাওয়া।
মুর্শিদাবাদের সালারের বাসিন্দা ওয়াসিফ হাসান। এইবছর মাধ্যমিকে CBSE-তে ৯৮.৪% পেয়েছে। মুর্শিদাবাদের কান্দির ঘনশ্যামপুরে বেসরকারি স্কুলের ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। শুধু তাই নয় তার সাফল্য খুশি গোটা স্কুল ও পরিবার। স্কুলে গিয়ে ছাত্রকে সম্বর্ধনা জানান কান্দি থানার আইসি মৃণাল সিনহা।
advertisement
advertisement
শুধু ওয়াসিফ হাসান নয়, আরও এক কৃতি ছাত্রের নজর কাড়া ফলাফল মিলেছে স্কুলের। ফারহান মির্জা সেও ৯৮ শতাংশ নম্বর পেয়েছে। মুর্শিদাবাদ জেলার সম্ভাব্য সেও প্রথম হয়েছে। ফলে দুই ছাত্রের ফলাফলে খুশি সকলেই।
জানা গিয়েছে, সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে ওই সুযোগ পেয়েছে ওয়াসিফ হাসান। তাই ইসরো থেকে ১৪ দিনের জন্য একটি ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছিল সে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস রিসার্চ সেন্টারে ১৪ দিন ধরে পঠনপাঠন-সহ নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ ছিল। আগামীতেও মহাকাশ গবেষণা নিয়েও পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে।
advertisement
ইসরো প্রতি বছর ইউভিকা নামক একটি প্রোগ্রামের আয়োজন করে থাকে। যা নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হয়ে থাকে। যা দু’সপ্তাহের একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হল হয়, সেখানেই পশ্চিমবঙ্গের বেশ কিছু ছাত্র ও ছাত্রী সুযোগ মিলেছে। যার মধ্যে আছে ওয়াসিফ হাসানও। আগামী দিনে বিজ্ঞানী হতে চাই বলেও জানিয়েছে এই খুদে বিজ্ঞানী।
advertisement
কৌশিক অধিকারী 
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ইসরোতে ডাক পেল মুর্শিদাবাদের কিশোর! ‘খুদে বিজ্ঞানী’ এই বছরেই দিল CBSE-তে মাধ‍্যমিক
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement