Success Story: কোচিংয়ের সামর্থ ছিল না নিটের জন্য! সব বাধা কাটিয়ে সফল চা শ্রমিকের ছেলে, সাবাশ আনমোল
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Success Story: করোনা পরিস্থিতি চলাকালীন আনমোল পড়ত দশম শ্রেণিতে। সে সময় অসুস্থ হয়ে পরে তার ঠাকুমা।
আলিপুরদুয়ার: করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ দেখে চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নেন মেচপাড়া চা বাগানের বাসিন্দা আনমোল লামা। মেচপাড়া চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান সে।
করোনা পরিস্থিতি চলাকালীন আনমোল পড়ত দশম শ্রেণিতে। সে সময় অসুস্থ হয়ে পরে তার ঠাকুমা। করোনার বিধিনিষেধ সে সময় ছিল কিন্তু ঠাকুমাকে সঠিক চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছুটেছিল আনমোল। কিন্তু চিকিৎসা দেরিতে শুরু হওয়ার কারণে তার ঠাকুমা প্যারালাইসিস হয়ে পরেন।
আরও পড়ুন: একটা হেলমেট আর সেই রাত! সঞ্জয় কি আসলে লুকিয়েছে বিশেষ কিছু? জেলে ছুটল CBI
বর্তমানে শয্য়াশায়ী তিনি। সে সময় আনমোলের মনে হয়েছিল যদি তিনি চিকিৎসক হতেন তাহলে এত কষ্ট সহ্য করতে হত না তার ঠাকুমাকে। সেই সময় থেকে মনের মধ্যে জেদ নেন আনমোল চিকিৎসক হওয়ার। তারপর শুরু বিজ্ঞান নিয়ে পড়াশুনো। পাশাপাশি নিটের প্রস্তুতি।
advertisement
advertisement
আনমোল জানান, “নিটের প্রস্তুতি মেচপাড়া চা বাগানে নিতে গিয়ে অনেক সমস্যা হয়েছে। যেহেতু কোনও কোচিং সেন্টার নেই তাই অনলাইন কোচিং-এর উপর ভরসা। তারপর নেটওয়ার্ক সমস্যা তো আছেই। তবুও প্রথম চেষ্টায় পেলাম।” এদিকে শ্রমিক পরিবারের সন্তান আনমোল লামার সাফল্যে গর্বিত মেচপাড়ার বাসিন্দারা। আনমোল ভবিষ্যতে মেচপাড়ার জন্য দেবদূত হয়ে দেখা দেবে বলে বিশ্বাস তাঁদের। ছেলেকে নিয়ে গর্বিত তার বাবা।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
September 11, 2024 8:13 PM IST