Giloy Benefits: গিলয় আয়ুর্বেদের 'অমৃত উদ্ভিদ'! ত্বকের বয়স কমিয়ে দেয়, নিয়ম করে খেলে ৫০-এও লাগবেন ২০, রোজ সকালে খালি পেটে খান এই জুস
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Giloy Benefits: গিলয় উদ্ভিদ সংস্কৃতে ‘অমৃত উদ্ভিদ’ নামে পরিচিত। আয়ুর্বেদশাস্ত্রে এটি একটি অলৌকিক উদ্ভিদ হিসেবে বিবেচিত হয়। কারণ এটি নানা ধরনের শারীরিক সমস্যা এবং রোগ নিরাময় করে
advertisement
কীভাবে খাবেন গিলয়? সারা রাত এক থেকে আধ ইঞ্চি গিলয়ের লতা বা ডাল জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর সকালে এটি জলের সঙ্গে মিশিয়ে খালি পেটে পান করতে হবে। এতে অনেক সাধারণ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।গিলয় সেবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিবায়োটিক-ধর্মী নানা বৈশিষ্ট্য আমাদের রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
advertisement
ডায়াবেটিসের জন্য কার্যকর: গিলয় প্রধানত রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে। শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিন হরমোন তৈরি করতেও এটি বিশেষ সহায়তা করে। এই ইনসুলিন টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এর জন্য এক গ্লাস জলে এক চামচ গিলয়ের রস এবং আমলকি মিশিয়ে প্রতিদিন সকালে সেবন করলে উপকার মিলবে।
advertisement
advertisement
জ্বরে উপকারী: অনেক সময় দেখা যায়, রোগীদের বারবার জ্বরের সমস্যা হচ্ছে। এর জন্য গিলয় সেবন করা যেতে পারে। এটি জ্বরের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং বারবার জ্বরের হাত থেকে মুক্তি দেয়। গিলয় টাইফয়েড এবং ডেঙ্গি জ্বরও দূর করে। আর তার জন্য গিলয়-এর ডাল সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। সকালে গরম জলে গিলয়ের পাতা ও লতা সেদ্ধ করে প্রতিদিন আধ কাপ জল পান করতে হবে।
advertisement
advertisement
