অঘটন কমাতেই নিরাপত্তা অভিযান! জমি চিহ্নিত করে, ফেন্সিং দেওয়ার কাজ শুরু করল রেলের শিয়ালদহ ডিভিশন...
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rachana Majumder
Last Updated:
বর্তমানে শিয়ালদহ বিভাগের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম প্রান্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ফেন্সিং স্থাপনের কাজ শুরু হয়েছে, যাতে কেউ শারীরিকভাবে লাইনে প্রবেশ করতে না পারেন।
কলকাতা: রেললাইনে বেআইনি চলাচল ও দুর্ঘটনা রোধে শক্তিশালী ফেন্সিং নির্মাণ অভিযান শুরু করল রেল। শিয়ালদহ বিভাগে বেআইনি ভাবে চলাচলের কারণে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা রোধে এই পদক্ষেপ করা হয়েছে। এই উদ্দেশ্যে বিভাগভিত্তিক বিশেষ নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। দেখা গিয়েছে, শর্টকাট নেওয়ার উদ্দেশ্যে বেআইনি ভাবে লাইন পার হওয়াই এ ধরনের দুর্ঘটনার প্রধান কারণ। এই বিপজ্জনক অভ্যাস বন্ধ করতে শিয়ালদহ বিভাগ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে কৌশলগতভাবে শক্তিশালী বেড়া (ফেন্সিং) স্থাপনের উদ্যোগ নিয়েছে।
advertisement
এই উদ্ভাবনী পদক্ষেপের মূল লক্ষ্য হল রেললাইনে অননুমোদিতভাবে চলাচলের মতো অনিরাপদ আচরণ বন্ধ করা। যা যাত্রীদের জীবন যেমন বিপন্ন করে, তেমনই ট্রেন চলাচলের নিরাপত্তাকেও ক্ষতিগ্রস্ত করে। কোনও হঠকারিতা আপনার নিজের জীবনই নয়, সহযাত্রীর জীবনকেও বিপদের মুখে ঠেলে দিতে পারে। বর্তমানে শিয়ালদহ বিভাগের বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম প্রান্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ফেন্সিং স্থাপনের কাজ শুরু হয়েছে, যাতে কেউ শারীরিকভাবে লাইনে প্রবেশ করতে না পারেন। এই গুরুত্বপূর্ণ কাজের প্রথম ধাপ শুরু হয়েছে যাদবপুর স্টেশনে, এবং শীঘ্রই এই নিরাপত্তা ব্যবস্থা বিভাগের অন্যান্য নির্বাচিত স্টেশনেও সম্প্রসারিত করা হবে।
advertisement
এই উদ্যোগের মাধ্যমে যাত্রীদের চলাচল সম্পূর্ণরূপে নির্দিষ্ট নিরাপদ পথ—যেমন ফুটওভার ব্রিজ (FOB), সাবওয়ে দিয়েই হবে, ফলে ট্রেনে কাটা পড়ার ঘটনা কার্যকরভাবে কমে যাবে। এই প্রসঙ্গে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) শ্রী রাজীব সাক্সেনা বলেন, “নিরাপত্তা শুধু অগ্রাধিকার নয়, এটি আমাদের সর্বোচ্চ অঙ্গীকার। এই বেড়া স্থাপন একটি প্রয়োজনীয় পদক্ষেপ, যা মুহূর্তের অসাবধানতার কারণে ঘটে যাওয়া অপ্রয়োজনীয় দুর্ঘটনা রোধ করবে। আমরা সকল যাত্রীকে অনুরোধ করছি—কয়েক মিনিট বাঁচাতে নিজের মূল্যবান জীবন ঝুঁকিতে ফেলবেন না।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 06, 2025 8:53 AM IST










