West Medinipur: রাস্তা তো নয় যেন মারণ ফাঁদ! চাঁদা তুলে নিজেরাই রাজ্য সড়ক সারাইয়ে নামলেন এলাকাবাসী, সামাজিক দায়বদ্ধতার জ্বলন্ত নজির শালবনী
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
West Medinipur News: শালবনী ব্লকের জঙ্গলমহল শুরুর মূল ফটক থেকে লালগড়গামী রাজ্য সড়কের বেহাল দশা। খানাখন্দে ভরে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শীত শুরুর আগে তাই নিজেরা চাঁদা তুলে খারাপ রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছেন এলাকার মানুষ।
শালবনী, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের জঙ্গলমহল শুরুর মূল ফটক থেকে লালগড়গামী রাজ্য সড়কের বেহাল দশা। আর তাই নিজেদের রাস্তা নিজেরাই মেরামতে এগিয়ে এলেন সেখানকার মানুষ। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে থাকার জন্য বাধ্য হয়ে এলাকাবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছেন।
পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের জঙ্গলমহল শুরুর মূল ফটক থেকে লালগড়গামী রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল দশা অবস্থায় রয়েছে। খানাখন্দে ভরে গিয়েছে ভাদুতলা থেকে লালগড় যাওয়ার রাজ্য সড়ক। জঙ্গলমহল রেল স্টেশনের রেলগেটের কাছে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। একপ্রকার মরণ ফাঁদ। যার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বর্ষা পেরিয়ে শীতের মরশুমের মুখে একই অবস্থা এই লালগড়গামী রাজ্য সড়কের । বাধ্য হয়ে এলাকাবাসীরা রবিবার বিকেল থেকে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে শুরু করল রাস্তা সারাইয়ের কাজ।
advertisement
আরও পড়ুনঃ সাইকেল চালাতে যাওয়াই কাল হল! বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার দ্বিতীয় শ্রেণির ছাত্রীর দেহ
এলাকাবাসীদের বক্তব্য, ‘ওই রাজ্য সড়ক ধরে সাধারণ মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী, অফিস যাত্রী-সহ বহু ভিআইপি ব্যক্তিত্বের যাতায়াত। নিত্য দুর্ঘটনা, নিত্য ঝক্কি আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে আমরা চাঁদা তুলে নিজেরাই রাস্তা মেরামত করছি’।
advertisement
advertisement
রাস্তাটি খানাখন্দে ভরে গিয়েছে। জঙ্গলমহল রেল স্টেশনের রেলগেটের কাছে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও রাস্তার অবস্থার কোনও উন্নতি হয়নি। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার মানুষ দেখিয়ে দিলেন তারা অনেক ঐক্যবদ্ধ। নিজেদের অসুবিধাতে নিজেরাই এগিয়ে এলেন। দল বেঁধে সমস্যা নিরসনে বড় ভূমিকা পালন করলেন তারা। সামাজিক সমস্যায় তারা সবাই এক। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও সামাজিক দায়বদ্ধতার জ্বলন্ত নজির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 06, 2025 8:46 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur: রাস্তা তো নয় যেন মারণ ফাঁদ! চাঁদা তুলে নিজেরাই রাজ্য সড়ক সারাইয়ে নামলেন এলাকাবাসী, সামাজিক দায়বদ্ধতার জ্বলন্ত নজির শালবনী
