Howrah: সাইকেল চালাতে যাওয়াই কাল হল! বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার দ্বিতীয় শ্রেণির ছাত্রীর দেহ

Last Updated:

Howrah: প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিয়া প্রামানিক সাইকেল নিয়ে বেরিয়েছিল। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার। বুধবার সকালে বাড়ির কাছে একটি পুকুরে ভাসতে দেখা যায় খুদে পড়ুয়ার দেহ।

বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার দ্বিতীয় শ্রেণির ছাত্রীর দেহ
বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার দ্বিতীয় শ্রেণির ছাত্রীর দেহ
উলুবেড়িয়া, রাকেশ মাইতি: সাইকেল চালাতে যাওয়াই কাল। দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর দেহ মিলল পুকুরে। সাইকেল চালাতে বাড়ির বাইরে বেরিয়েছিল মেয়ে। তারপর ঘরে ফেরার সময় পার হলেও আর বাড়ি ফেরেনি সে। অন্যান্য দিনের মতোই, মঙ্গলবার স্কুল থেকে বাড়ি ফিরে সাইকেল নিয়ে বের হয় উলুবেড়িয়া থানার বানীতলা এলাকার বাসিন্দা রিয়া প্রামানিক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে স্কুল থেকে ফিরে রিয়া সাইকেল নিয়ে বেরিয়েছিল। তারপর বাড়ি ফেরার সময় পার হয়ে গেলেও মেয়ে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে বাড়ির লোক। কিন্তু তারপরও খোঁজ মেলেনি। বাধ্য হয়ে পরিবার উলুবেড়িয়া থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনঃ মা-বাবার সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়ে যৌ*ন হেনস্থার শিকার শিশুকন্যা! গ্রেফতার ওড়িশার পর্যটক যুবক, পকসো ধারায় মামলা
পুলিশ এলাকায় পৌঁছে সেই রাতেই রিয়ার খোঁজ শুরু করে। পরিবারের লোকজন, স্থানীয় মানুষ এবং পুলিশ বহু খোঁজাখুঁজি করেও কোথাও খুঁজে পায়নি রিয়াকে। এরপর বুধবার সকালে বাড়ি থেকে সামান্য দূরত্বে একটি পুকুরে রিয়ার নিথর দেহ ভাসতে দেখেন স্থানীয় মানুষ। খবর দেওয়া হয় পুলিশে,  উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা যায়, মৃত রিয়া প্রামানিক স্থানীয় যদুরবেড়িয়া বুনিয়াদি বেসিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল সে। এরপর বুধবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে দেহ মেলে। পাশাপশি তার সাইকেলটিও উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: সাইকেল চালাতে যাওয়াই কাল হল! বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার দ্বিতীয় শ্রেণির ছাত্রীর দেহ
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement