Success Story: বাবা ড্রাইভার, ছেলে দ্বাদশ শ্রেণীতে জেলায় শীর্ষস্থান অর্জন করে এখন সেরা এনডিএ ক্যাডার
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Deepak Kandpal NDA Success Story: প্রতিভা থাকলে দুনিয়া যে মাথা নত করে কুর্নিশ করতে বাধ্য হয়, এ নিছকই কথার কথা নয়। এ কথা নিজের জীবনে প্রতিনিয়ত সত্যি প্রমাণ করে চলেছেন অগণিত ভারতীয়। দীপক কন্দপাল তাঁদেরই একজন, তাঁর গল্প যে কাউকে অনুপ্রেরণা দেবে।
নয়াদিল্লি: প্রতিভা থাকলে দুনিয়া যে মাথা নত করে কুর্নিশ করতে বাধ্য হয়, এ নিছকই কথার কথা নয়। এ কথা নিজের জীবনে প্রতিনিয়ত সত্যি প্রমাণ করে চলেছেন অগণিত ভারতীয়। দীপক কন্দপাল তাঁদেরই একজন, তাঁর গল্প যে কাউকে অনুপ্রেরণা দেবে।
উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার গরুড়ের বাসিন্দা দীপক কন্দপাল সম্প্রতি পুণেতে অনুষ্ঠিত এনডিএ-র ১৪৯তম পাসিং আউট প্যারেডে রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ করেন। এটি এনডিএ-র সর্বোচ্চ সম্মান। তিন বছরের প্রশিক্ষণের সময় অ্যাকাডেমির সেরা ক্যাডারকে তার শিক্ষা, শারীরিক এবং নেতৃত্বের সকল ক্ষেত্রে অসামান্য পারফরম্যান্সের জন্য এটি প্রদান করা হয়। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী দীপককে এই মর্যাদাপূর্ণ পদক প্রদান করেন।
advertisement
advertisement
দীপক কন্দপালের বাবা জীবন চন্দ্র কন্দপাল একজন ট্যাক্সি ড্রাইভার। তাঁর পরিবার এখনও গরুড় শহরে একটি ভাড়া ঘরে থাকে। দীপক কন্দপালের গল্প কিন্তু পূর্ণ সাফল্যের- একজন নিম্ন-মধ্যবিত্ত ছাত্রের গল্প যিনি তাঁর স্বপ্ন পূরণের জন্য দারিদ্র্যের সীমাবদ্ধতাকে উপেক্ষা করেছিলেন। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও, ভাড়া ঘরে বসবাস করে, তিনি কেবল তাঁর পড়াশোনাতেই দক্ষতা অর্জন করেনি বরং দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ সামরিক অ্যাকাডেমিতে সর্বোচ্চ সম্মানও পেয়েছেন। তাঁর যাত্রা সাহস, আবেগ এবং দৃঢ়তার প্রতীক।
advertisement
এনডিএ পাসিং আউট প্যারেড: ভাড়া ঘর থেকে এনডিএ
দীপক কন্দপালের শৈশব কেটেছে সংগ্রামের মধ্যে। তাঁর বাবা ট্যাক্সি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। গরুড়ের সেন্ট অ্যাডামস পাবলিক স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর তিনি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জওহর নবোদয় বিদ্যালয় (জেএনভি) গাগ্রিগোলে পড়াশোনা করেন। দ্বাদশ শ্রেণীতে তিনি জেলায় শীর্ষ স্থান অর্জন করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি এনডিএতে যোগদানের স্বপ্ন দেখেছিলেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পাশাপাশি তিনি এনডিএ কোচিংয়েও কঠোর পরিশ্রম করেছিলেন। অবশেষে তিনি ২০২২ সালে এনডিএতে যোগদান করেন।
advertisement
এনডিএতে রাষ্ট্রপতির স্বর্ণপদক লাভ
এনডিএতে তিন বছরের কঠোর প্রশিক্ষণের সময় দীপক কন্দপাল প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছিলেন- তা অ্যাকাডেমিক পারফরম্যান্স, শারীরিক সুস্থতা বা নেতৃত্বের দক্ষতা যাই হোক না কেন, তিনি ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। রাষ্ট্রপতির স্বর্ণপদক হল এনডিএ-র সর্বোচ্চ সম্মান। এই পদকটি সেই ক্যাডারকে দেওয়া হয় যিনি নিজের তিন বছরের প্রশিক্ষণের সময় সেরা সামগ্রিক পারফর্ম্যান্স প্রদান করেন। এই পদক পেয়ে দীপক তাঁর পরিবার এবং উত্তরাখণ্ডের জন্য গৌরব বয়ে এনেছেন। এই সম্মান তাঁর কঠোর পরিশ্রম, তাঁর বাবা-মায়ের ত্যাগ এবং তাঁর অটল সঙ্কল্পেরই জয়ের প্রতীক।
view commentsLocation :
Uttarakhand (Uttaranchal)
First Published :
December 03, 2025 5:19 PM IST

