WB HS Result 2023|| Alipurduar News: ফেরি করে সংসার চালান একা মা, মেয়ে মল্লিকা উচ্চ মাধ্যমিকে দশম হয়ে চমকে দিল

Last Updated:

ফেরিওয়ালার মেয়ে পেল রাজ‍্যে দশম স্থান।মল্লিকার ফলাফলে খুশির হাওয়া মহাকালগুড়িতে।

+
ফেরি

ফেরি করে সংসার চালান একা মা, মেয়ে মল্লিকা উচ্চ মাধ্যমিকে দশম হয়ে চমকে দিল

আলিপুরদুয়ারঃ ফেরিওয়ালার মেয়ে পেল রাজ‍্যে দশম স্থান।মল্লিকার ফলাফলে খুশির হাওয়া মহাকালগুড়িতে।দারিদ্র‍্যতাকে পেছনে ফেলে রেখে রাজ্যে দশম স্থান অধিকার করল শামুকতলা থানার মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাকলা স্কুলডাঙ্গার ছাত্রী মল্লিকা দেবনাথ। মল্লিকা, মহাকালগুড়ি বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর ৪৮৭।
মল্লিকার এই ফলাফলে খুশি স্কু-লের শিক্ষক শিক্ষিকার-সহ গোটা এলাকার বাসিন্দারা। ‌মল্লিকার রাজ্যের দশম স্থান অধিকার করেছে এই খবর পাওয়ার পরেই স্কুল চত্বরে ভিড় জমান এলাকার মানুষেরা। ‌মহাকালগুড়ি বালিকা বিদ্যালয় তাকে সম্বর্ধনা জানান স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। ‌
advertisement
advertisement
আগামী দিনে তার ইচ্ছা শিক্ষিকা হওয়ার।। তাঁর বাবা গত হয়েছেন পাঁচ বছর আগে। তিন বোন মা ঠাকুরদা ঠাকুমা নিয়েই নিয়েই তাদের সংসার। মা বাড়িতে বসেই ছোট ছোট ছাত্রীদের পড়ান। পাশাপাশি ফেরি করেন মহিলাদের কসমেটিকস সামগ্রী।
advertisement
পাঁচ বছর আগে মল্লিকার বাবা মারা যান শারীরিক অসুস্থতায় তখন তার ছোট্ট বোনটির বয়স ছিল ১৭ দিন কঠিন পরিস্থিতিতে মল্লিকার মা নিজের তিন কন্যা সন্তানকে নিয়ে লড়াই করে সংসার টিকিয়ে রেখেছেন। ‌ মল্লিকা দশম স্থান অধিকার করেছে আর এই আনন্দে হাসি ফুটেছে তার মায়ের মুখে। ‌কিন্তু মেয়েকে আর কতদুর পড়াতে পারবেন তা তিনি জানেন না।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Result 2023|| Alipurduar News: ফেরি করে সংসার চালান একা মা, মেয়ে মল্লিকা উচ্চ মাধ্যমিকে দশম হয়ে চমকে দিল
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement