হোম /খবর /শিক্ষা /
একক প্রথম, যুগ্ম দ্বিতীয়! দেখুন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

WB HS Result 2023: একক প্রথম, যুগ্ম দ্বিতীয়! দেখুন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

একক প্রথম, যুগ্ম দ্বিতীয়! দেখুন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

একক প্রথম, যুগ্ম দ্বিতীয়! দেখুন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা

এবারের মেধাতালিকায় রয়েছেন ৮৭ জন। এই প্রতিবেদনে সম্পূর্ণ মেধাতালিকা দেওয়া হল৷

  • Share this:

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল৷ ২৪ মে বুধবার বেলা ১২ টায় সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফলাফল ঘোষণা করেন৷ প্রথম স্থানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শুভ্রাংশু সর্দার৷ তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬৷ এবারের মেধাতালিকায় রয়েছেন ৮৭ জন। এই প্রতিবেদনে সম্পূর্ণ মেধাতালিকা দেওয়া হল৷

বেলা সাড়ে ১২টায় ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরারেজাল্ট সবার আগে জানতে নজর রাখুন–>https://bengali.news18.com/news/career/board-results/

শুভ্রাংশর পরেই দ্বিতীয় স্থানে সুষমা খাঁ, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫৷ সুষমা বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী৷ ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দিতে চান সুষমা৷ সুষমার পাশাপাশি দ্বিতীয় স্থানে বাঁকুড়ার আবু সামা৷ আবু উত্তর দিনাজপুরের রামকৃষ্ণ প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুলের(H.S) ছাত্র৷ তৃতীয় স্থানে আছে তিনজন৷ চতুর্থ স্থানেও আছে তিনজন৷

দেখে নিন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ তালিকা


৫৭ দিনের মাথায় ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২হাজার, যা গতবারে তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি৷ ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা ২০২১ সালে মাধ্যমিক দেইনি, তাই এবার তাদের কাছে বড়ো পরীক্ষা৷ মোট ৬০ টি বিষয়ের ওপর পরীক্ষা হয়েছে৷ এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি৷ এবার পরীক্ষার মোট আবেদন করেছিলেন ৮৫২৪৪৪, মোট পরীক্ষা দিয়েছেন ৮২৪৮৯১,পাশ করেছেন ৭৩৭৮০৭ জন৷

Published by:Ankita Tripathi
First published:

Tags: HS Result 2023, WB HS Class 12th Result