State Government: 'অভিযোগের সত্যতা নেই,' প্রাক্তন উপাচার্যরা উত্তর না দেওয়ায় জানাল উচ্চশিক্ষা দফতর

Last Updated:

State Government: রাজ্যপালের অভিযোগের প্রেক্ষিতে কোনও উত্তর দিল না ৫ বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য। উচ্চশিক্ষা দফতরের তরফে গতকাল পর্যন্ত সময়সীমা দেওয়া হলেও কোন উত্তর পেল না রাজ্য

প্রাক্তন উপাচার্যরা উত্তর না দেওয়ায় জানাল উচ্চশিক্ষা দফতর
প্রাক্তন উপাচার্যরা উত্তর না দেওয়ায় জানাল উচ্চশিক্ষা দফতর
কলকাতা: রাজ্যপালের অভিযোগের প্রেক্ষিতে কোনও উত্তর দিল না ৫ বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য। উচ্চশিক্ষা দফতরের তরফে গতকাল পর্যন্ত সময়সীমা দেওয়া হলেও কোন উত্তর পেল না রাজ্য। রাজ্যপাল অভিযোগ করেছিলেন উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকরা বা আইএস অফিসাররা হুমকি দিয়ে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন। কিন্তু তার উত্তর না আসায় উচ্চশিক্ষা দফতরের ফের চিঠি ৫ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যদের।
“আপনাদের তরফে কোনও উত্তর না আসায় আমরা এটা ধরে নিলাম রাজ্যপাল তথা আচার্য যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগের কোন সত্যতা নেই। সেই সত্যতা নেই বলেই আপনারা আপনাদের তরফে কোন উত্তর আমাদের পাঠালেন না।” উচ্চশিক্ষা দফতরের তরফে চিঠি ৫ বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্যদের। এর আগে গত শুক্রবার রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারদের বৈঠকে ডেকেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকেই রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অনুপস্থিত ছিলেন।
advertisement
advertisement
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “এদিনের বৈঠকে ১২ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।” বাকি বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের অনুপস্থিতি থাকার কারণ হিসেবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “আজ আমরা রেজিস্ট্রারদের নিয়ে একটা বৈঠক করেছি। ১২ জন এসেছে এই বৈঠকে। রাজভবন থেকে বৈঠকে যোগ দেওয়ার জন্য না বলা হয়েছে। ফলে অনেক আধিকারিক ভয়ের কারণে আসতে পারেননি। যাঁরা এসেছেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর ভরসা রেখেছেন। যে মেসেজ গুলো করা হয়েছে সেইগুলো আমরা রেখে দিয়েছি। বা যে চিঠি গুলো রেজিস্ট্রার দের দেওয়া হয়েছে সেইগুলো আমরা ঠিক সময়ে পেশ করব।”
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
State Government: 'অভিযোগের সত্যতা নেই,' প্রাক্তন উপাচার্যরা উত্তর না দেওয়ায় জানাল উচ্চশিক্ষা দফতর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement