পড়ুয়াদের গুণমান যাচাইয়ে স্কুলে স্কুলে পরীক্ষা, আজ রাজ্য জুড়ে হবে ‘স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে’

Last Updated:

রাজ্যজুড়ে মোট ১০৮৪৬টি স্কুলকে চিহ্নিত করা হয়েছে যেখানে গুণমান যাচাইয়ের জন্য পরীক্ষা নেওয়া হবে আজ। এর মধ্যে ৭২৩৮টি প্রাইমারি স্কুল এবং ৩৬০৮টি উচ্চ প্রাথমিক স্তরের স্কুল।

পড়ুয়াদের গুণমান যাচাইয়ে স্কুলে স্কুলে পরীক্ষা, আজ রাজ্য জুড়ে হবে ‘স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে’
পড়ুয়াদের গুণমান যাচাইয়ে স্কুলে স্কুলে পরীক্ষা, আজ রাজ্য জুড়ে হবে ‘স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে’
কলকাতা: রাজ্যজুড়ে স্কুলে স্কুলে পড়ুয়াদের গুণমান কতটা উন্নতি হল? ক্লাসরুমে শিক্ষকরা যে পড়াচ্ছেন, তা কতটা উপযোগী হচ্ছে স্কুল পড়ুয়াদের? তা সরেজমিনে বুঝতেই এবার স্কুলে স্কুলে গুণমান যাচাইয়ের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য স্কুল শিক্ষা দফতরের। আজ, সোমবার রাজ্য জুড়ে হবে স্কুলগুলিতে ‘স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে’। কেন্দ্রীয় সরকারের ‘ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে’-তে এ রাজ্য সারা দেশের মধ্যে নবম স্থান দখলে রেখেছে। কিন্তু তারপরও রাজ্য পড়ুয়াদের শিক্ষার গুণমান সম্পর্কে বুঝতে চাইছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে। তার জেরেই এই সিদ্ধান্ত রাজ্য স্কুল শিক্ষা দফতরের।
মূলত তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণী ছাত্রছাত্রীদের এই গুণমান যাচাইয়ের জন্য পরীক্ষা নেওয়া হবে। মোট ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য। অষ্টম ও দশম শ্রেণী ছাত্রছাত্রীদের ৪০ ও ৫০ নম্বরে হবে পরীক্ষা। মূলত অঙ্ক, পরিবেশ বিদ্যা, সোশ্যাল সায়েন্স এবং প্রথম ভাষার উপর হবে এই সার্ভে বা সমীক্ষা। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, অঙ্ক ও পরিবেশ বিদ্যার উপর পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, অঙ্ক, পরিবেশ বিদ্যার উপর অষ্টম শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, অঙ্ক, বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্সের উপর দশম শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, ইংরেজি, অঙ্ক, সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের বিষয়ের উপর এই স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে বা পরীক্ষা।
advertisement
advertisement
মূলত স্কুলে স্কুলে পড়ুয়াদের শিক্ষার মান কতটা উন্নতি হচ্ছে তা বুঝতেই এই সমীক্ষা রাজ্য স্কুল শিক্ষা দফতরের। চলতি বছর থেকেই এই সমীক্ষা স্কুলে স্কুলে শুরু করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এবার থেকে প্রতিবছরই এই সমীক্ষা পর্ব হবে বলেই রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই এই সমীক্ষার প্রস্তুতি ও নেওয়া শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।সাম্প্রতিক সময়ে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ এ তোলপাড় হয়েছে রাজ্য। শিক্ষকদের মান নিয়ে উঠেছে প্রশ্ন। সেদিক থেকে এই সমীক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
পড়ুয়াদের গুণমান যাচাইয়ে স্কুলে স্কুলে পরীক্ষা, আজ রাজ্য জুড়ে হবে ‘স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে’
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement