মমতা-অভিষেকের সফরের মধ্যেই আইনি যুদ্ধে সাকেত বনাম মেঘালয় সরকার

Last Updated:

মানহানির অভিযোগে সরব সাকেত গোখলে। 

মমতা-অভিষেকের সফরের মধ্যেই আইনি যুদ্ধ সাকেত বনাম মেঘালয় সরকারের
মমতা-অভিষেকের সফরের মধ্যেই আইনি যুদ্ধ সাকেত বনাম মেঘালয় সরকারের
আবীর ঘোষাল, শিলং: মমতা-অভিষেকের যৌথ সফরের মধ্যেই এবার সাকেত নিয়ে ফের লড়াই শুরু। মেঘালয় সরকারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে পরস্পরের বিরুদ্ধে আইনি লড়াইতে নামলেন। উভয়েই একে অপরের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করেছে।
ঘটনার শুরু একটি ট্যুইট ও একটি মন্তব্যকে ঘিরে। মেঘালয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন সাকেত গোখলে। পালটা তাকে ‘মনোরোগী’ বলেছিলেন মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টন টিংসং। সেই মন্তব্যের প্রতিবাদে এফআইআর দায়ের করেছেন সাকেত গোখলে। মানহানির অভিযোগ করেছেন সাকেত।
advertisement
advertisement
এর মধ্যেই তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করার হুমকি দিল মেঘালয় সরকার। সূত্রের খবর, মেঘালয় পর্যটনের নামে রাজ্য সরকারের ৬৩২ কোটি টাকা নয়ছয় করার অভিযোগ এনেছিলেন সাকেত গোখলে। মেঘালয় সরকারের দাবি, এই অভিযোগ মিথ্যা। আর এই অভিযোগের ভিত্তিতে মানহানির মামলা রুজু করার হুমকি দিয়েছেন এমডিএ সরকার। উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগে অনেক বার বিভিন্ন কারণ দেখিয়ে মেঘালয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। সৌভাগ্য প্রকল্পের দুর্নীতি, এনপিপি-র নির্বাচনী খরচের হিসেব জমা না দেওয়া, স্মার্ট সিটি কেলেঙ্কারি, পুলিশের গাড়ি কেনা নিয়ে কেলেঙ্কারি-সহ বিভিন্ন বিষয় নিয়ে বারংবার মেঘালয় সরকারকে কাঠগড়ায় তুলেছেন সাকেত।
advertisement
যদিও এই সমস্ত বিষয়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন এমডিএ সরকার। এখানেই শেষ নয় সেরাজ্যের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীকে বারংবার জনসমক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেও দেখা গিয়েছে তাঁকে। তবে এবার তাঁর পদক্ষেপের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হুমকি দিয়েছেন এমডিএ সরকার। অন্যদিকে, এর মধ্যেই শিলং সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে এই ঘটনাকে রাজনৈতিক রং দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত গত সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মাঝেই গ্রেফতার হয়েছিলেন সাকেত গোখলে। তাঁকে গ্রেফতার করে আহমেদাবাদ পুলিশ। জামিন পেলেও তাঁকে ফের গ্রেফতার হতে হয়। যা নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস।
বাংলা খবর/ খবর/দেশ/
মমতা-অভিষেকের সফরের মধ্যেই আইনি যুদ্ধে সাকেত বনাম মেঘালয় সরকার
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement