SSC Upper Primary: প্যানেলে নাম আছে, তাও চাকরিতে অনীহা! উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে এবার সুযোগ ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের, কবে থেকে শুরু কাউন্সেলিং?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
SSC Upper Primary: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের অনুপস্থিতির কারণেই ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীদের সুযোগ বাড়ছে।
কলকাতা: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের চাকরিতে অনীহার জের! ডিসেম্বরে তৃতীয় সপ্তাহে এবার ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের ডাকতে চলেছে এসএসসি। ১৬ থেকে ২৪ শে ডিসেম্বরের মধ্যেই ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের কাউনসিলিংয়ের জন্য ডাকতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে প্যানেল ভুক্ত চাকরি প্রার্থীদের অনুপস্থিতির কারণেই ওয়েটিং লিস্টে নাম থাকা প্রার্থীদের সুযোগ বাড়ছে। প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর তালিকা তৈরি করা হয়েছে ওয়েটিং লিস্ট থেকে বলেই স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। ইতিমধ্যেই প্যানেলভুক্ত ৮৭৪৯ জন চাকরি প্রার্থীর কাউন্সিলিং শেষ হয়েছে। এদের মধ্যে অনুপস্থিত ও প্রত্যাখ্যানকারী চাকরিপ্রার্থীদের সংখ্যা ২০৭২ জন।
advertisement
advertisement
দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ে ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে ২০৭২ টি শূন্য আসনের উপর নির্ভর করেই কাউন্সিলিংয়ের জন্য ডাকা হবে। এমনটা জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশন সূত্রে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 03, 2024 4:47 PM IST










