SSC MTS Recruitment 2022: ৩ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন! আবেদনের শেষ দিন আজই!
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
SSC MTS Recruitment 2022: প্রার্থীদের আজ অর্থাৎ ৩০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মাল্টি-টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইট গিয়ে খোঁজ নিতে পারেন।
SSC MTS Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আজ অর্থাৎ ৩০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
SSC MTS Recruitment 2022: পরীক্ষার তারিখ
advertisement
কমিশন ৫ থেকে ২২ জুলাই, ২০২২ পর্যন্ত সারা দেশে করোনা নির্দেশিকা অনুসরণ করেই উল্লিখিত পদের জন্য পরীক্ষার আয়োজন করবে। পরীক্ষা CBT মোডে পরিচালিত হবে।
SSC MTS Recruitment 2022: শূন্যপদের বিবরণ
এসএসসি এমটিএস নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের জন্য ৭৩০১টি শূন্যপদ রয়েছে।
মাল্টি-টাস্কিং স্টাফ- ৩৬৯৮টি পদ
advertisement
হাবিলদার- ৩৬০৩টি পদ
সম্পূর্ণ নোটিশ লিঙ্ক- https://www.jagranjosh.com/articles/ssc-mts-tier-1-2022-exam-vacancies-and-admit-card-date-1651127656-1
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission) |
পদের নাম | মাল্টি-টাস্কিং স্টাফ এবং হাবিলদার |
শূন্যপদের সংখ্যা | ৭৩০১ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: আবেদনের শেষ তারিখ: | অনলাইন ৩০.০৪.২০২২ |
advertisement
SSC MTS Recruitment 2022: আবেদনের যোগ্যতা
কেন্দ্রীয় সরকার স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হব।
SSC MTS Recruitment 2022: বয়সসীমা
১৮-২৫ বছরের মধ্যে বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য।
SSC MTS Recruitment 2022: আবেদন পদ্ধতি
SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nic.in যেতে হবে।
advertisement
হোমপেজের 'Apply Button'-এ ক্লিক করতে হবে।
নতুন পেজে দেওয়া 'others'-এ ক্লিক করতে হবে।
এরপর 'Multi Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2021 Apply' লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
এটি লগইন করার পেজে নিয়ে যাবে।
লগ ইন পেজ খুলবে।
আবেদনের ফি জমা দিতে হবে।
আবেদনপত্র পূরণ করতে হবে।
advertisement
আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিয়ে রাখা ভালো ভবিষ্যতের সুবিধার জন্য।
Location :
First Published :
April 30, 2022 3:33 PM IST