গ্রুপ ডি-র তালিকায় ৮৯ স্কুলে ভুয়ো নিয়োগ! চিহ্নিত ৯৩ জন আর স্কুল যেতে পারবেন না
- Published by:Raima Chakraborty
- Written by:Saradindu Ghosh
Last Updated:
হাইকোর্টের নির্দেশ নিয়ে এই কাজ হয়েছে বলে জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) শ্রীধর প্রামাণিক জানিয়েছেন।
#বর্ধমান: বাঁকা পথে শিক্ষা কর্মী হিসেবে কাজে যোগ দেওয়া ৯৩ জনকে চিহ্নিত করল পূর্ব বর্ধমান জেলা স্কুল শিক্ষা দফতর। তাঁদের স্কুলে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে স্কুলগুলিকে তা জানিয়ে দেওয়া হয়েছে বলে জেলা স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। হাইকোর্টের নির্দেশ নিয়ে এই কাজ হয়েছে বলে জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) শ্রীধর প্রামাণিক জানিয়েছেন।
স্কুলে চতুর্থ শ্রেণির অর্থাৎ গ্রুপ ডি পদে অবৈধ নিয়োগে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দুই বর্ধমান জেলার ১২৩ জনের নাম রয়েছে। তার মধ্যে শুধু পূর্ব বর্ধমান জেলাতেই ৯৩ জনের নাম রয়েছে। তারা ৮৯ টি স্কুলে কর্মরত ছিলেন। জেলা স্কুল শিক্ষা দফতর (মাধ্যমিক) থেকে ওই তালিকা ধরে প্রতিটি স্কুলে ফোন করে প্রকাশিত তালিকার নামের কর্মীরা রয়েছেন কি না সেই ব্যাপারে নিশ্চিত করা হয়। তারপর ই-মেইলে জানানো হয়, ওই কর্মীদের স্কুলে ঢোকা বন্ধ করা নিশ্চিত করতে হবে প্রধান শিক্ষকদের।
advertisement
আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে চেপে দুঃসাহসিক চুরি, মেদিনীপুরে মারাত্মক কাণ্ড!
বুধবারের মধ্যে জেলা স্কুল শিক্ষা দফতরে বিশদ রিপোর্ট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। ওই তালিকা থেকে জানা গিয়েছে, বর্ধমানের নিবেদিতা কন্যা হাই স্কুল, রেলওয়ে বিদ্যাপীঠ, রাজ কলেজিয়েট স্কুল, রথতলা মনোহর দাস বিদ্যানিকেতন, কাটোয়া শহরের রামকৃষ্ণ বিদ্যাপীঠ, কাটোয়া এক ব্লকের সুধপুর হাই স্কুল, কাটোয়া দুই ব্লকের চান্ডুলি হাইস্কুল, মঙ্গলকোটের কৈচর ষোড়শীবালা বালিকা বিদ্যামন্দির, ক্ষীরগ্রামের শ্রী যোগাদ্যা বিদ্যামন্দির, মেমারি রসিক লাল স্মৃতি বালিকা বিদ্যালয়,দাঁইহাটের সুধাময় চন্দ্র হাই স্কুল, কালনার নিগমানন্দ হাই স্কুল,কেতুগ্রামের নিরোল হাই স্কুলের মত উননব্বইটি স্কুলের ৯৩ জন শিক্ষা কর্মীর নাম রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: জনসংযোগে জোর বামেদের, পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মানভূমে মহম্মদ সেলিম
view commentsহাইকোর্টের নির্দেশ মতো এইসব এই শিক্ষা কর্মীদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। তাদের নোটিশও দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জেলা নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের অভিযোগ, তৃণমূল নেতাদের আত্মীয়,কাজের লোক থেকে ঘনিষ্ঠরা অনেকেই চাকরি পেয়েছেন। আমরা আগেই এ ব্যাপারে অভিযোগ তুলেছিলাম। তা এখন প্রমাণ হচ্ছে। তৃণমূলের রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, বিষয়টি আদালতের হাতে রয়েছে। তদন্ত চলছে। বিজেপি প্রতি রাজ্যে কিভাবে দুর্নীতি, অনৈতিক কাজ করে চলেছে তার জবাবদিহি করুক
Location :
First Published :
December 28, 2022 1:32 PM IST