SSC Exam Cancer Patient Candidate: একেই বলে লড়াই! 'চাকরিহারা তকমা তুলতেই হবে', নিজের স্কুলেই ফের প্রার্থী হয়ে SSC-তে বসলেন ক্যানসার আক্রান্ত শিক্ষিকা

Last Updated:

SSC Exam Cancer Patient Candidate: গত ২০ অগাস্ট টানা ১৪ ঘণ্টার অস্ত্রোপচার হয়েছে। অসুস্থ শরীর নিয়েই এদিন তিন ঘণ্টা ধরে পরীক্ষায় বসেন ক্যানসার আক্রান্ত প্রাক্তন এই শিক্ষিকা। ক্যানসার আক্রান্ত শিক্ষিকাকে এদিন নিজের স্কুলেই বসতে হল পরীক্ষায়!

ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা
ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: একদিকে ক্যানসারের মতো মারণরোগের বিরুদ্ধে জীবনযুদ্ধে লড়াই, অপরদিকে এই অবস্থাতেও নিজের গায়ে লেগে থাকা চাকরিহারা তকমা ওঠাতে চাকরি ফিরে পাওয়ার লড়াই। দু’দিক সামলাচ্ছেন প্রাক্তন এই শিক্ষিকা সৌমি বিশ্বাস।
রবিবার এসএসসি পরীক্ষা দিতে তিনি বসেছিলেন কুমুদিনী গার্লস হাইস্কুলে। যে স্কুলে ২০১৯ সালে যোগ দিয়ে একসময় ছাত্রীদের পড়িয়েছেন, সেই বেঞ্চেই এদিন পরীক্ষায় বসতে হল তাঁকে। দৃশ্যটা যেন নিজেরই কাঁটার মতো বিঁধেছে তাঁর মনে। সৌমি দেবীর কথায়, ‘নিজের কষ্ট করে অর্জন করা চাকরি একদিন হঠাৎ শুনলাম চলে গিয়েছে। চাকরি হারানোর মাত্র এক সপ্তাহের মধ্যেই ধরা পড়ল ক্যানসার, তাও চতুর্থ স্তরে।’
advertisement
আরও পড়ুন: আবেদনকারী ৩ লক্ষ ১৯ হাজারের বেশি, কিন্তু SSC পরীক্ষায় বসলেন কত জন? চমকে ওঠা তথ্য কমিশনের! SSC চেয়ারম্যানের বড় দাবি
গত ২০ অগাস্ট টানা ১৪ ঘণ্টার অস্ত্রোপচার হয়েছে। অসুস্থ শরীর নিয়েই এদিন তিন ঘণ্টা ধরে পরীক্ষায় বসেন ক্যানসার আক্রান্ত প্রাক্তন এই শিক্ষিকা। বনগাঁর বাসিন্দা সৌমি ২০১৬ সালে পরীক্ষা দিয়ে চাকরি পান। স্বামী বেসরকারি ব্যাঙ্কের কর্মী, তাঁদের তিন বছরের কন্যাসন্তান রয়েছে। স্বামীর হাত ধরেই অসুস্থ অবস্থায় এদিন পরীক্ষাকেন্দ্রে পৌঁছন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘দেখি অ্যাডমিটটা’, গর্ভবতী SSC পরীক্ষার্থীর চিন্তা দূর করতে পুলিশ যা করল, জানলে গর্ব হবে!
আদালত ও সরকারি নির্দেশ অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত তাঁর চাকরি বহাল থাকলেও, প্রাক্তন শিক্ষিকার আক্ষেপ, অন্যায়ভাবে চাকরি কেড়ে নেওয়ার দাগ মুছে ফেলতেই আবারও পরীক্ষার লড়াইয়ে নামতে হয়েছে তাঁকে। ক্যানসার আক্রান্ত রোগী হিসেবে জীবনের দুঃসহ যন্ত্রণা আর সংগ্রামের মাঝেও নিজের যোগ্যতা প্রমাণ করাই এখন সৌমি বিশ্বাসের একমাত্র লক্ষ্য। তাঁর এই লড়াই  বহু আগামী প্রজন্মের চাকরিপ্রার্থীদেরও লড়াই করতে মানসিক শক্তি জোগাবে।
advertisement
Rudra Narayan Roy 
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Exam Cancer Patient Candidate: একেই বলে লড়াই! 'চাকরিহারা তকমা তুলতেই হবে', নিজের স্কুলেই ফের প্রার্থী হয়ে SSC-তে বসলেন ক্যানসার আক্রান্ত শিক্ষিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement