SSC 2016 Case Update: ওএমআর শিটে অসঙ্গতি, এদিকে যোগ দেননি চাকরিতেও! এমন প্রার্থীদের তালিকা প্রকাশ এসএসসি-র
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরিয়েছে।
কলকাতা: ওএমআর শিটে অসঙ্গতি কিন্তু চাকরিতে যোগ দেননি হাইকোর্টের নির্দেশ মেনে সেই তালিকা প্রকাশ করল এসএসসি। সিবিআই তদন্তে যে ওএমআর অসংগতি ধরা পড়েছিল ২০১৬ সালে, অথচ নিয়োগে কিন্তু তারা চাকরিতে যোগ দেননি সেই তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করলে এসএসসি।
গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম – দশম ও একাদশ – দ্বাদশের ২০১৬ নিয়োগের সেই সমস্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি। তাদের নাম,রোল নাম্বার, বাবার নাম, কোন বিষয়ের জন্য আবেদন করেছিল বিস্তারিত তালিকা প্রকাশ করল এসএসসি। নবম- দশম,একাদশ -দ্বাদশ মিলিয়ে ২৫০ জন ও গ্রুপ সি,গ্রুপ ডি মিলিয়ে ১৮৫৩ জনের নামের তালিকা প্রকাশ করা হল।
advertisement
advertisement
গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল ঘোষণা করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মী। শীর্ষ আদালতের নির্দেশ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ফলও বেরিয়েছে।
advertisement
অন্যদিকে, শিক্ষকের অভাব! প্রাথমিক পড়ুয়াদের ক্লাসও হবে ভিডিওতে, এবার সিদ্ধান্ত সমগ্র শিক্ষা মিশনের৷ স্কুলে স্কুলে শিক্ষকের ঘাটতি! সমস্যা সমাধানে ভিডিও ব্যবহার করতে চাইছে সমগ্র শিক্ষা মিশনও। এ বার থেকে প্রাথমিক স্কুলের পড়ুয়ারাও ভিডিও দেখে নিজেরাই সেরে নেবে নিজেদের পড়াশোনা।
advertisement
আর আগেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিও ক্লাসের বন্দোবস্ত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বার সে পথেই হাঁটছে সমগ্র শিক্ষা মিশনও। অর্থাৎ, একেবারে প্রথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা পাবে ডিজিটাল শিক্ষার সুবিধা।
Location :
West Bengal
First Published :
Jan 15, 2026 5:07 PM IST









