Railway Recruitment 2021|| দারুন খবর! মাধ্যমিক উত্তীর্ণ হলেই রেলে ১৭৮৫ পদে নিয়োগ! আবেদন গ্রহণ চলছে...

Last Updated:

Railway Recruitment 2021 Apply for 1785 posts: বিশদে জানতে প্রার্থীরা RRC সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে rrcser.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।

মাধ্যমিক উত্তীর্ণ হলেই রেলে নিয়োগ। ফাইল ছবি।
মাধ্যমিক উত্তীর্ণ হলেই রেলে নিয়োগ। ফাইল ছবি।
#নয়াদিল্লি: সম্প্রতি সাউথ ইস্টার্ন রেলওয়ের (South Eastern Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস (Apprentice) নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা RRC সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে rrcser.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিত হবে অনলাইনে। অন্য কোনও সূত্র মারফত প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়ীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ নোটিফিকেশন লিঙ্ক- https://www.rrcser.co.in/pdf/act_2122.pdf
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৭৮৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাসাউথ ইস্টার্ন রেলওয়ে (South Eastern Railway)
পদের নামঅ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা১৭৮৫
কাজের স্থানসাউথ এস্টার্ণ রেলওয়ে
কাজের ধরনট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা৫০ শতাংশ নম্বর সহ ম্যাট্রিকুলেশন উত্তীর্ণ এবং NCVT দ্বারা ইস্যু করা আইটিআই সার্টিফিকেট
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন১৪.১২.২০২১
advertisement
আবেদনের যোগ্যতা:
উল্লিখিত পদে আবেদনের জন্য আবেদনের জন্য প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর সহ ম্যাট্রিকুলেশন উত্তীর্ণ হতে হবে। এছাড়াও NCVT দ্বারা ইস্যু করা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা:
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী সর্বোচ্চ ২৪ বছর এবং সর্বনিম্ন ১৫ বছরের মধ্যে হতে হবে।
advertisement
আবেদন ফি:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, তফসিলি জাতি ও উপজাতি, মহিলা, শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না। প্রার্থীরা ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ই-ওয়ালেট মারফত আবেদন ফি জমা করাতে পারবেন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Railway Recruitment 2021|| দারুন খবর! মাধ্যমিক উত্তীর্ণ হলেই রেলে ১৭৮৫ পদে নিয়োগ! আবেদন গ্রহণ চলছে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement