Recruitment 2021|| শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আর্মড ফোর্স মেডিক্যাল সার্ভিসে প্রচুর পদে নিয়োগ! আজই আবেদন করুন...

Last Updated:

Recruitment 2021 : বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানর অফিসিয়াল ওয়েবসাইটে amcsscentry.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

File photo
File photo
#নয়াদিল্লি: সম্প্রতি আর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিসের (Armed Forces Medical Services) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে শর্ট সার্ভিস কমিশন অফিসার (Short Service Commission Officer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানর অফিসিয়াল ওয়েবসাইটে amcsscentry.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ: 
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৩ নভম্বর থেকে। প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুলিশ বিভাগের ৮০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কী ভাবে আবেদন করবেন?
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ২০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত শর্ট সার্ভিস কমিশন অফিসার হিসেবে নিয়োগ করা হয়।
আবেদনের যোগ্যতা:
যে সকল প্রার্থীরা উল্লিখিত পদে আব্দন করতে ইচ্ছুক তাদের অবশ্যই আইএমসি অ্যাক্ট ১৯৫৬-এর তৃতীয় শিডিউলের প্রথম/দ্বিতীয় শিডিউল বা পার্ট II-এ অন্তর্ভুক্ত মেডিকেল যোগ্যতা রয়েছে তারা আবেদনের যোগ্য। আবেদনকারীর অবশ্যই যে কোনও স্টেট মেডিকেল কাউন্সিল/এমসিআই থেকে স্থায়ী রেজিস্ট্রেশন থাকতে হবে। স্টেট মেডিক্যাল কাউন্সিল/এমসিআই/এনবিই দ্বারা স্বীকৃত স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারেন।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাআর্মড ফোর্সেস মেডিক্যাল সার্ভিস (Armed Forces Medical Services)
পদের নামশর্ট সার্ভিস কমিশন অফিসার
শূন্যপদ২০০
কাজের স্থানকিছু জানানো হয়নি
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া শুরু১৩.১১.২০২১
শিক্ষাগত যোগ্যতাপিজি/ ডিপ্লোমাপ্রাপ্ত
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন৩০.১১.২০২১
advertisement
বয়সসীমা:
এমবিবিএস/ পিজি ডিপ্লোমাধারীদের জন্য সর্বোচ্চ ৩০ বছর এবং ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখ অনুযায়ী যাঁরা পিজি ডিগ্রি সম্পন্ন করছেন তাঁদের জন্য সর্বোচ্চ ৩৫ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
মূলত ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। সে ক্ষেত্রে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের নির্দিষ্ট সময় কল লেটার পাঠানো হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021|| শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আর্মড ফোর্স মেডিক্যাল সার্ভিসে প্রচুর পদে নিয়োগ! আজই আবেদন করুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement