JKSSB Police SI Recruitment 2021: পুলিশ বিভাগের ৮০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কী ভাবে আবেদন করবেন?

Last Updated:

বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানর অফিসিয়াল পোর্টালে https://ssbjk.org.in গিয়ে খোঁজ নিতে পারেন। (JKSSB Police SI Recruitment 2021)

পুলিশ বিভাগের ৮০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কী ভাবে আবেদন করবেন?
পুলিশ বিভাগের ৮০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কী ভাবে আবেদন করবেন?
#শ্রীনগর: সম্প্রতি জম্মু এবং কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ডের (J&K Services Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সাব ইনস্পেক্টর পদের ইউটি ক্যাডার গ্রুপে (UT Cadre post of Sub Inspector) নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানর অফিসিয়াল পোর্টালে https://ssbjk.org.in গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
JKSSB Police SI Recruitment 2021: আবেদনের তারিখপ্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ নভম্বর থেকে। প্রার্থীদের আগামী ১০ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন ছাড়া অন্য কোনও সূত্র মারফত প্রেরিত আবেদনপত্র গ্রহনযোগ্য নয়। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
JKSSB Police SI Recruitment 2021: বিশেষ ঘোষণাপ্রার্থীদের জম্মু এবং কাশ্মীরের ডোমিসাইল থাকতে হবে। যে কোনও কম্পিটেন্ট অথরিটি মারফত প্রার্থীদের ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করাতে হবে।
JKSSB Police SI Recruitment 2021: শূন্যপদের সংখ্যাপ্রতিষ্ঠানের তরফে মোট ৮০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত সাব ইনস্পেক্টর পদের ইউটি ক্যাডার গ্রুপে নিয়োগ করা হবে।
JKSSB Police SI Recruitment 2021: আবেদন ফি অসংরক্ষিত ক্যাটাগরি: ৫৫০ টাকা সংরক্ষিত ক্যাটাগরি: ৪০০ টাকা
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: সংস্থা: কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড (J&K Services Selection Board) পদের নাম: সাব ইনস্পেক্টর পদের ইউটি ক্যাডার গ্রুপ শূন্যপদের সংখ্যা: ৮০০ কাজের স্থান: জম্মু এবং কাশ্মীর কাজের ধরন: সরকারি নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি আবেদন প্রক্রিয়া শুরু: ১০.১১.২০২১ শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি বেতনক্রম: কিছু জানানো হয়নি আবেদন পদ্ধতি: অনলাইন আবেদনের শেষ দিন: ১০.১২.২০২১
JKSSB Police SI Recruitment 2021: বয়সসীমা অসংরক্ষিত ক্যাটাগরি: সর্বোচ্চ ২৮ বছর সংরক্ষিত ক্যাটাগরি (তফসিলি জাতি ও উপজাতি): বয়সের উর্দ্ধসীমায় ৫ বছরের ছাড় সংরক্ষিত ক্যাটাগরি (ওবিসি): বয়সের উর্দ্ধসীমায় ৩ বছরের ছাড়
JKSSB Police SI Recruitment 2021: শারীরিক দক্ষতা

পুরুষ:

উচ্চতা: ৫’-৬” (মিনিমাম)

চেস্ট গ্রিথ (এক্সপ্যান্ড): ৩৩১/২’’

চেস্ট গ্রিথ (আনএক্সপ্যান্ড): ৩২’’

মহিলা:

উচ্চতা: ৫’-২’’

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
JKSSB Police SI Recruitment 2021: পুলিশ বিভাগের ৮০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কী ভাবে আবেদন করবেন?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement