CBSE Boards 2023: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কী বার্তা দিলেন শাহরুখ?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
আর কয়েকদিন বাদেই ক্লাস ১০, এবং ১২-এর বোর্ডের পরীক্ষা৷ তার আগে নিজের ট্যুইটার সেশন ‘‘আস্ক এসআরকে’’-তে ছাত্রছাত্রীদের জন্য নতুন বার্তা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান৷
নয়াদিল্লি: আর কয়েকদিন বাদেই ক্লাস ১০, এবং ১২-এর বোর্ডের পরীক্ষা৷ তার আগে নিজের ট্যুইটার সেশন ‘‘আস্ক এসআরকে’’-তে ছাত্রছাত্রীদের জন্য নতুন বার্তা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ সোমবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ট্যুইটারে বিশেষ বার্তা দেন তিনি৷
ট্যুইটারে ‘আস্ক এসআরকে’ অর্থাৎ ‘‘এসআরকে কে জিজ্ঞেস করুন’’ এই সেশনে শাহরুখ সরাসরি তাঁর ভক্তদের প্রশ্নের উত্তর দেন৷ এখানেই এক ব্যক্তি শাহরুখকে অনুরোধ করেন দশম এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে অনুপ্রেরণা জোগাতে কিছু কথা বলার জন্য অনুরোধ করেন৷ দেশের সবচেয়ে বড় তারকার কিছু কথা ছাত্রছাত্রীদের বোর্ডের পরীক্ষার ভয় কাটাতে সাহায্য করবে৷
advertisement
advertisement
শাহরুখকে ট্যুইট করে ওই ব্যক্তি লেখেন ‘‘ স্যার, ক্লাস ১০ এবং ১২-এর ছাত্রছাত্রীরা, যারা আর মাত্র কয়েকসপ্তাহ পরেই বোর্ডের পরীক্ষায় বসতে চলেছে তাদের উদ্দ্যেশে যদি আপনি কিছু কথা বলেন…’’
advertisement
উত্তরে ‘পাঠান’ অভিনেতা জানান স্কুলে পড়াকালীন তিনি একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে মার্চ পাস্ট করতেন, যেখানে লেখা থাকত‘‘ যতটা পার মন দিয়ে পড়শোনা কর, তবে উদ্বিগ্ন হয়ো না’৷ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শাহরুখ খান বলেন ‘তোমার সেরাটা দেওয়ার চেষ্টা কর, বাকিটা ছেড়ে দাও, অতিরিক্ত চিন্তা করো না৷’
advertisement
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE বোর্ডের ক্লাস ১০ এবং ১২ বোর্ডের পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি ১৫ থেকে এবং চলবে এপ্রিল ৫ পর্যন্ত৷ সারা ভারত জুড়ে এমনকি দেশের বাইরেও ২৬ টি দেশে পরীক্ষা পরিচালনার জন্য বিস্তৃত ব্যবস্থা করেছে সিবিএসসি৷ পরীক্ষা পরিচালনার জন্য সমস্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষা কেন্দ্রের সমস্ত দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে জানানো হয়।
advertisement
শাহরুখের সদ্য মুক্তি প্রাপ্ত ছবি পাঠানের সাফল্যের পর তাঁর পরবর্তী কাজ নিয়েও প্রশ্ন এসেছে প্রচুর৷ কাজ থেকে নিজের জীবন সবকিছু নিয়েই ভক্তদের সমস্ত প্রশ্নের হাসিমুখে জবাব দিয়েছেন কিং খান৷
বর্তমানে শাহরুখ ব্যস্ত জওয়ান ছবির শ্যুটিংয়ে৷ তিনি সম্প্রতি ছবির শিডিউলের জন্য পুনে গিয়েছিলেন। এই ছবিতে শাহরুখের পাশাপাশি প্রধান ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারা এবং বিজয় সেতুপতিকে৷ শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট নিয়ে আসছে এই অ্যাকশন সিনেমা৷
advertisement
গত বছর জুনেই মুক্তি পেয়েছে জওয়ানের টিজার৷ এবছর ২ জুন একসঙ্গে বহুভাষায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত জওয়ান৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2023 6:57 PM IST