Madhyamik 2023: আর চিন্তা নেই মাধ্যমিকের ভৌত বিজ্ঞান নিয়ে , শুনে নিন অভিজ্ঞ শিক্ষকের দুর্দান্ত টিপস !

Last Updated:

মাধ্যমিক পরীক্ষায় ভৌত বিজ্ঞানে কীভাবে ভাল নম্বর তোলা যায় তাই নিয়ে টিপস্ দিলেন রামকৃষ্ণ মিশনের ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক

+
আর

আর চিন্তা নেই মাধ্যমিকের ভৌত বিজ্ঞান নিয়ে , শুনে নিন অভিজ্ঞ শিক্ষকের দুর্দান্ত টিপস !

পুরুলিয়া : আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই মাধ্যমিক পরীক্ষা একেবারে শেষ মুহূর্তের প্রিপারেশন নিচ্ছে ছাত্র-ছাত্রীরা। মাধ্যমিক পরীক্ষা হল ছাত্র ছাত্রীদের জীবনে সবথেকে প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাই মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করা ছাত্রছাত্রীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আর্টস বিভাগের পাশাপাশি সায়েন্স বিভাগীয় যথেষ্ট নজর দিতে হয় ছাত্র-ছাত্রীদের।
শেষ মুহূর্তের দুর্দান্ত রেজাল্ট করার জন্য পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ফিজিক্যাল সাইন্স অর্থা‍‍ৎ ভৌত বিজ্ঞান বিভাগের শিক্ষক অনুপ কুমার বলে দিচ্ছেন দুর্দান্ত কিছু টিপস। একটু তাঁর কথা মতো শেষ মুহূর্তে অনুশীলন করলেই ছাত্র-ছাত্রীদের চিন্তা করতে হবে না ভৌত বিজ্ঞানে  ভাল নম্বর পাওয়ার জন্য।
advertisement
advertisement
তিনি বলছেন , পুরনো পড়াগুলি সবার প্রথমে রিভিশন দিয়ে নিক ছাত্র-ছাত্রীরা। যারা পিছিয়ে পড়েছে এখনও পর্যন্ত, তারা অতি অবশ্যই পাঠ্যবই তাকে খুঁটিয়ে পড়ুক। টেস্ট পেপার সলভ করার চেষ্টা করুক। শেষ মুহূর্তে রিভিশনই ভাল রেজাল্টের একমাত্র চাবিকাঠি।
advertisement
পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্টের দিকে তাকিয়ে থাকেন সকলেই। বরাবরই দুর্দান্ত রেজাল্ট করে তাক লাগিয়ে দেন রামকৃষ্ণ মিশনের ছাত্ররা। এ বছর যে তার ব্যতিক্রম হবে না সে বিষয়ে সম্পূর্ণ আশাবাদী পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সমগ্র শিক্ষক মহল। ‌
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Madhyamik 2023: আর চিন্তা নেই মাধ্যমিকের ভৌত বিজ্ঞান নিয়ে , শুনে নিন অভিজ্ঞ শিক্ষকের দুর্দান্ত টিপস !
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement