SEBI Recruitment 2022|| অফিসার পদে নিয়োগ করবে দেশের 'এই' সংস্থা, দেরি না করে আজই আবেদন করুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
SEBI Officer Recruitment 2022: প্রার্থীদের আগামী ২৪ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (Securities and Exchange Board of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এ গ্রেড অফিসার (Officer Grade A) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সিকিউরিটিজঅ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৪ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে ৭৯৬ পদে নিয়োগ, দেরি না করে আজই আবেদন করুন...
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১২০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
শূন্যপদ | সংখ্যা |
জেনারেল | ৮০ |
লিগ্যাল | ১৬ |
ইনফরমেশন টেকনোলজি | ১২ |
রিসার্চ | ৭ |
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ | ৩ |
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (Securities and Exchange Board of India) |
পদের নাম | এ গ্রেড অফিসার |
শূন্যপদের সংখ্যা | ১২০ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২৪.০১.২০২২ |
advertisement
পরীক্ষার তারিখ:
ফেজ ১- ২০.০২.২০২২
ফেজ ২- ২০.০৩.২০২২
ফেজ ২-এর দ্বিতীয় পেপার- ০৩.০৪.২০২২
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি দফতরে নিয়োগ! কারা কোন পদে আবেদনের যোগ্য? দেখে নিন...
আবেদনের যোগ্যতা:
বিশদে আবেদনের যোগ্যতা, বয়সসীমা ও বেতনক্রম ইত্যাদি জানতে প্রার্থীরা এই লিঙ্কটি দেখতে পারেন-https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=199
নির্বাচন পদ্ধতি:
advertisement
প্রার্থীদের নির্বাচন তিন-পর্যায়ের মাধ্যমে হবে- প্রথম পর্যায় (প্রতিটি ১০০ নম্বরের দু'টি পত্র নিয়ে গঠিত অন-লাইন স্ক্রিনিং পরীক্ষা), দ্বিতীয় পর্যায় (প্রতিটি ১০০ নম্বরের দু'টি পত্র নিয়ে গঠিত অন-লাইন পরীক্ষা) এবং তৃতীয় ধাপ সাক্ষাৎকার।
Location :
First Published :
January 07, 2022 1:22 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SEBI Recruitment 2022|| অফিসার পদে নিয়োগ করবে দেশের 'এই' সংস্থা, দেরি না করে আজই আবেদন করুন...