কোথাও বাড়ছে স্কুলছুট, কোথাও নেই অঙ্কের প্রাথমিক জ্ঞান! পরিসংখ্যানে কমলেও দেশের মেয়েদের পড়াশোনা এখনও অন্ধকারে

Last Updated:

বুধবার প্রকাশিত হল অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট (ASER) ২০২২। প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে স্কুলছুট ছাত্রীদের পরিমাণ ২০২২ সালে সর্বকালের সর্বনিম্ন ২% এসে পৌঁছেছে ।

কোথাও বেড়েছে স্কুলছুট, নেই অঙ্কের প্রাথমিক জ্ঞান! শতাংশ কমলেও মেয়েদের পড়াশোনা অন্ধকারেই
কোথাও বেড়েছে স্কুলছুট, নেই অঙ্কের প্রাথমিক জ্ঞান! শতাংশ কমলেও মেয়েদের পড়াশোনা অন্ধকারেই
নয়া দিল্লি: বুধবার প্রকাশিত হল অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট (ASER) ২০২২। প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে স্কুলছুট ছাত্রীদের পরিমাণ ২০২২ সালে সর্বকালের সর্বনিম্ন ২% এসে পৌঁছেছে । তবে এই রিপোর্টের মধ্যে দিয়ে স্বস্তির পাশাপাশি একটি উদ্বেগের বিষয় উঠে এসেছে। সামগ্রিক ভাবে দেশজুড়ে ছাত্রীদের স্কুলছুটের পরিমাণ কমলেও উত্তরপ্রদেশ, ছত্তীশগড় এবং মধ্যপ্রদেশে ১০%-র বেশি ছাত্রী স্কুলে যাচ্ছে না।
তবে সামগ্রিক স্কুলছুটের পরিমাণ যা গত ২০১৮ সালে ছিল ৪.১% এবং ২০০৬ সালে ছিল ১০.৩% এর তুলনায় বর্তমানে এই পরিসংখ্যানের পতন নিশ্চয়ই সরকারের জন্যে একটি উল্লেখযোগ্য কৃতিত্ব।
শেষ সমীক্ষাটি গ্রামীণ ভারতের ১৯০৬০ টি গ্রামের মোট ৩,৭৪,৫৪৪ টি পরিবার এবং ৩ থেকে ১৬ বছর বয়সি ৬,৯৯,৫৯৭ জন শিশুর মধ্যে করা হয়েছে। প্রতিবেদন অনুসারে জানা যাচ্ছে দীর্ঘ সময় মহামারীর জন্যে স্কুল বন্ধ থাকলেও ৯৮% শতাংশ ছাত্রীর স্কুলে যাওয়ার পাশাপাশি সরকারি স্কুলে ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
advertisement
advertisement
এই রিপোর্ট অনুযায়ী ‘ছয় থেকে চোদ্দ বছর বয়সি শিক্ষার্থীদের তালিকাভুক্তির হার গত ১৫ বছর ধরে ৯৫ শতাংশের উপরে। ২০১৮ সালে তা বেড়ে ৯৭.২ শতাংশ হয় এবং মহামারী চলাকালীন স্কুল বন্ধ থাকা সত্ত্বেও এই পরিসংখ্যান বর্তমানে ২০২২ সালে ৯৪.৪ শতাংশে পৌঁছেছে।’ তবে এই রিপোর্টে আরো জানা যাচ্ছে ছাত্রছাত্রীদের রিডিং পড়ার ক্ষমতা ২০১২ সালের আগের স্তরে পৌঁছেছে এবং প্রাথমিক অঙ্কের জ্ঞান ২০১৮ সালের স্তরে পৌঁছেছে।
advertisement
এই রিপোর্টের মধ্যে দিয়ে বেশিরভাগ রাজ্যের সরকারি এবং বেসরকারি স্কুলের ছাত্র এবং ছাত্রী উভয়ের সংখ্যা হ্রাস পেতে দেখা গেছে। যার ফলে কেরল, হিমাচল প্রদেশ এবং হরিয়ানার মতো রাজ্য গুলিতে রিডিং পড়ার ক্ষমতা সবথেকে বেশি হ্রাস পেয়েছে এবং অন্যদিকে তামিলনাড়ু, মিজোরাম এবং হরিয়ানায় ছাত্র ছাত্রীদের মধ্যে প্রাথমিক অঙ্কের দক্ষতায় পতন দেখা গেছে।
advertisement
আরও পড়ুন: উপ নির্বাচনের দিনেই মাধ্যমিকের ‘ইতিহাস’ পরীক্ষা, মাধ্যমিকের সূচি বদলের সম্ভাবনা
তবে এই রিপোর্টের মধ্যে সবথেকে চিন্তার বিষয় হিসেবে উঠে এসেছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং ছত্তিসগড় ১০% এঁর বেশি ছাত্রীদের স্কুলছুট হওয়ার ঘটনা। সামগ্রিক স্কুলছুট হওয়ার হারের তুলনায় এই রাজ্যগুলিতে বিপুল ছাত্রীদের শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকার ঘটনা রাজ্য সরকারগুলির কাছে অস্বস্তির কারণ হিসেবে উঠে এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
কোথাও বাড়ছে স্কুলছুট, কোথাও নেই অঙ্কের প্রাথমিক জ্ঞান! পরিসংখ্যানে কমলেও দেশের মেয়েদের পড়াশোনা এখনও অন্ধকারে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement