উপ নির্বাচনের দিনেই মাধ্যমিকের ‘ইতিহাস’ পরীক্ষা, মাধ্যমিকের সূচি বদলের সম্ভাবনা
- Published by:Siddhartha Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "গোটা বিষয়টি আলোচনা করেই দ্রুত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।"
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: উপনির্বাচনের জন্য ফের মাধ্যমিকের সূচি বদলের সম্ভাবনা। আগামী ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদে সাগরদিঘী কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তার জেরে ফের মাধ্যমিকের সূচি বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগেও একাধিক সময় মাধ্যমিকের সূচির বদল ঘটেছে নির্বাচনের কারণে। যদিও বিভিন্ন সময় মাধ্যমিকের পরীক্ষার সূচি পাঠিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনকে। তবে এ বারে কোনও নির্বাচন হচ্ছে না ধরে নিয়েই মাধ্যমিকের পরীক্ষার সূচি ঘোষিত হয়েছিল প্রায় এক বছর আগেই। অর্থাৎ গতবারের পরীক্ষার ফল ঘোষণার পরপরই মাধ্যমিকের সূচি ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও কীভাবে নির্বাচনের দিন ঘোষণা ওই দিনেই হল তা নিয়ে প্রশ্ন পর্ষদের অন্দরেই।
তার জেরে পরীক্ষা সূচি ফের বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘‘WBBSE সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে, সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করে, সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে, সিদ্ধান্ত নিয়ে, শীঘ্রই তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করবে।’’
advertisement
advertisement
প্রসঙ্গত মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি রয়েছে প্রথম ভাষার পরীক্ষা, ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার পরীক্ষা, ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান, ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা রয়েছে। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন জেলায় জেলায় বৈঠক করে ফেলেছেন পর্ষদের সভাপতি সহ আধিকারিকরা।
advertisement
এ বছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। প্রথমত পরীক্ষা শেষ হওয়ার পরেই ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র নিয়ে বেরোতে পারবেন। তার আগে পরীক্ষার্থীরা বের হতে পারলেও প্রশ্নপত্র নিয়ে বেরোনো যাবে না। পাশাপাশি পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলে সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের রেজাল্ট প্রকাশ করা হবে না। এই মর্মেও ইতিমধ্যে নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে বিভিন্ন স্কুলগুলিকে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের ন্যূনতম তিনটি করে সিসিটিভি ও বসানো নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে পরীক্ষা প্রস্তুতি যখন একদম শেষ পর্যায়ে সেই সময় মধ্যশিক্ষা পর্ষদকে ফের পরীক্ষার সূচি বদলাতে হচ্ছে। তবে পরিবর্তিত সূচি দ্রুত জানানো হবে বলেই পর্ষদের তরফে জানানো হয়েছে।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 9:56 AM IST