Nadia News: কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান এবার প্রাথমিক স্কুলে, চমকে দিল নদিয়া!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Nadia News: এই বই দিবস প্রতি বছরই পালন করা হয় বলে স্কুল সূত্রে জানা গিয়েছে।
কৃষ্ণনগর: ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বই পড়া খুবই জরুরি। পড়া এবং বই উপহার দেওয়া খুবই গুরুত্বপূর্ণ শিক্ষিত হওয়ার পথে। মুঠোফোনের দুনিয়া মানুষকে বই থেকে দূরে করে দিয়েছে অনেক। আধুনিক স্মার্টফোন বিশেষ করে ছাত্রছাত্রীদের মনে খারাপ প্রভাবও ফেলছে। এমন মতামত একাধিক বিশেষজ্ঞের। পড়ুয়াদের বইয়ের প্রতি আকৃষ্ট করানো এখন রীতিমতো বড় কাজ।
মূলত সেই কারণেই বই দিবস পালন করা হল নদিয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত গোয়ালদহ মহিষ ন্যাংড়া জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে।গোয়ালদহ মহিষ ন্যাংড়া জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ে বই দিবস পালিত হল বৃহস্পতিবার। জানা গিয়েছে, মোট ২৫০ জন ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং ছাত্র-ছাত্রীরা যাতে খেলাধুলোয় মনোযোগী হয় তার জন্য ক্যারাম বোর্ড দেওয়া হয় তাদের।
advertisement
আরও পড়ুন: শীতের হাওয়ায় লাগল কাঁপনের দিন শেষ? বৃষ্টি-কুয়াশার সতর্কতা থাকলেও আবহাওয়ার বিরাট বদলের পূর্বাভাস
স্কুল সূত্রে জানা গিয়েছে, এই বই দিবস প্রতি বছরই পালন করা হয়। এদিনের বই দিবসে স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। একই সঙ্গে নবীন বরণ এবং সাংস্কৃতির অনুষ্ঠানও করা হয়।
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলে সাপ! এবার আরও বড় কাণ্ড, আরও অস্বাস্থ্যকর ছবি বোলপুরে
ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় স্কুলের পক্ষ থেকে। এদিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিগণ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টরা।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 11:38 AM IST