School Closed: নির্দেশ অমান্য করে খোলা স্কুল, নেওয়া হল পরীক্ষা! পটাশপুরে বিরাট শোরগোল

Last Updated:

জরুরি ভিত্তিতে রাজ্য সরকার সমস্ত স্কুল ও সরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণার পরেও স্কুল খোলা রেখে পরীক্ষা নিয়েছে স্কুল।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পটাশপুর: রাজ্যজুড়ে তীব্র গরমের জের। জরুরি ভিত্তিতে রাজ্য সরকার সমস্ত স্কুল ও সরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণার পরেও স্কুল খোলা রেখে পরীক্ষা নিয়েছে স্কুল। ঘটনার জেরে স্কুলের গেটের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা।
রাজ্যজুড়ে দাবদাহের কারণে সোমবার থেকে এক সপ্তাহ সরকারি স্কুল কলেজ ও প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই নির্দেশকে অমান্য করে পটাশপুরের পানিয়া সারদাবাড় রামকৃষ্ণ শিক্ষাসদনে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেনি পর্যন্ত ইউনিট স্টেট পরীক্ষার আয়োজন করে। সেই মতো সোমবার সকাল্ত সাড়ে দশটায় স্কুলে উপস্থিত হয় স্কুলের ছাত্র ছাত্রীরা।
advertisement
আরও পড়ুন: শুধুই ভাল লাগা নয়, শ্রী রামকৃষ্ণের এই জিলিপি প্রেমের ছিল বড় কারণ! জানলে অবাক হবেন
সরকারি ছুটি ঘোষণার পরেও কেন স্কুল খোলা হয়েছে? প্রথমদিকে এই নিয়ে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের বচসা বাঁধে। অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ দেখান। যদিও শেষ পর্যন্ত অভিভাবকদের সেই দাবিকে অগ্রাহ্য করে স্কুলে পরীক্ষা নেওয়া হয়। পাল্টা স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের পাশে গ্রামে অনুষ্ঠানের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সোমবার থেকে স্কুলে পরীক্ষা নেওয়ার বিষয়টি আগাম নোটিশ দিয়ে জানানো হয়। আকস্মিক ভাবে রাজ্য সরকার ছুটি ঘোষণা করায় এই জটিলতা তৈরি হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: জলই জীবন, আর সেই 'জল'ই কেড়ে নিল তরতাজা প্রাণ! অন্ডালে বিরাট চাঞ্চল্য
যেহেতু ছাত্রছাত্রীরা সবাই স্কুলে উপস্থিত হয়েছে, তাই সোমবার স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে সরকারি নির্দেশিকা মেনে স্কুল ছুটি থাকবে। পরে অভিভাবকরা স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেন। শিক্ষকদের কাছে জানতে চান, অন্যান্য স্কুল বন্ধ থাকা সত্ত্বেও এই স্কুল কেন খোলা রাখতেই হবে? ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
advertisement
পঙ্কজ দাশ রথী
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
School Closed: নির্দেশ অমান্য করে খোলা স্কুল, নেওয়া হল পরীক্ষা! পটাশপুরে বিরাট শোরগোল
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement