RRC Eastern Railway Recruitment 2022|| ২৯৭২ শূন্যপদে নিয়োগ করবে ইস্টার্ন রেলওয়ে, আজই আবেদন করুন...

Last Updated:

RRC Eastern Railway Recruitment 2022: আবেদন প্রক্রিয়া শুরু হবে ১১ এপ্রিল থেকে। প্রার্থীদের আগামী ১০ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্টার্ন রেলওয়ের (Railway Recruitment Cell, Eastern Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হাওড়া, শিয়ালদহ, মালদা, আসানসোল, কাঁচরাপাড়া, লিলুয়া, জামালপুর ইত্যাদি সহ বিভিন্ন ইউনিটে বিভিন্ন ট্রেডের অধীনে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্টার্ন রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১১ এপ্রিল থেকে। প্রার্থীদের আগামী ১০ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের তরফে মোট ২৯৭২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদ সংখ্যা 
হাওড়া ডিভিশন২৬৭
লিলুয়া ওয়ার্কশপ৬১৫
শিয়ালদহ ডিভিশন৫৪৯
কাচরাপাড়া ওয়ার্কশপ১৮৭
মালদা ডিভিশন১৩৮
আসানসোল ডিভিশন৪১২
জামালপুর ওয়ার্কশপ৬৬৭
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থারেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্টার্ন রেলওয়ে (Railway Recruitment Cell, Eastern Railway)
পদের নামঅ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা২৯৭২
কাজের স্থানহাওড়া, শিয়ালদহ, মালদা ও অন্যান্য
কাজের ধরনট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতিমেধা তালিকা
আবেদন প্রক্রিয়া শুরু১১.০৪.২০২২
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১০.০৫.২০২২
advertisement
আবেদনের যোগ্যতা:
প্রার্থীদের মোট ন্যূনতম ৫০% নম্বর সহ দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও NCVT/SCVT দ্বারা জারি করা নির্দিষ্ট ট্রেডের শংসাপত্রও থাকতে হবে।
১৫ থেকে ২৪ বছর
নির্বাচন প্রক্রিয়া:
RRC আবেদনকারীদের দ্বারা পূরণ করা আবেদনপত্রের তথ্যের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রকাশ করবে।
advertisement
আবেদন পদ্ধতি:
RRC/ER কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে www.rrcer.com গিয়ে সমস্ত প্রাসঙ্গিক তথ্য পূরণ করতে হবে।
স্ক্যান করা ফটোগ্রাফ, সিগনেচার এবং অন্যান্য ডকুমেন্ট দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
RRC Eastern Railway Recruitment 2022|| ২৯৭২ শূন্যপদে নিয়োগ করবে ইস্টার্ন রেলওয়ে, আজই আবেদন করুন...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement