Indian Navy Recruitment 2022|| মেগা রিক্রুটমেন্ট! ভারতীয় নৌবাহিনীতে নিয়োগ, আজই আবেদন করুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Indian Navy Recruitment 2022: প্রার্থীদের আগামী ৫ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আর্টিফিসার অ্যাপ্রেন্টিস এবং ২০২২ সালের অগাস্টের সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (SSR) ব্যাচে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৫ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: এই ব্যাঙ্কে ম্যানেজার পদে একাধিক নিয়োগ, জানুন ও আবেদন করুন
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ২৫০০টি পদ নির্ধারণ করা হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ভারতীয় নৌবাহিনী (Indian Navy) |
পদের নাম | আর্টিফিসার অ্যাপ্রেন্টিস এবং ২০২২ সালের অগাস্টের সিনিয়র সেকেন্ডারি রিক্রুট (SSR) ব্যাচের বিভিন্ন পদ |
শূন্যপদের সংখ্যা | ২৫০০ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা ও অন্যান্য |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৫.০৪.২০২২ |
advertisement
আরও পড়ুন: ২৪ জেলায় দ্বাদশ শ্রেণির ইংরেজি প্রশ্নপত্র ফাঁস! শোরগোল উত্তরপ্রদেশে
নিয়োগ পদ্ধতি:
প্রার্থীদের প্রথমে পদার্থবিদ্যা, গণিত এবং তিনটির মধ্যে একটিতে (রসায়ন, জীববিজ্ঞান বা কম্পিউটার বিজ্ঞান) তাঁদের যোগ্যতার নম্বরের ভিত্তিতে (দ্বাদশ শ্রেণীর ফলাফলের ভিত্তিতে) বাছাই করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের (মোট শূন্যপদের ৪ গুণ) তারপর লিখিত পরীক্ষায় উপস্থিত হতে হবে এবং কল লেটার ইস্যু করা হবে। প্রার্থীদের রাজ্যভিত্তিক কাট অফের ভিত্তিতে বাছাই করা হবে।
advertisement
লিখিত পরীক্ষার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় উপস্থিত হতে হবে যা ১ ঘন্টার সময়কালে অনুষ্ঠিত হবে। তাঁদের পিএফটি বা শারীরিক ফিটনেস পরীক্ষাও দিতে হবে।
PFT-এর জন্য, প্রার্থীদের ৭ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়, ২০টি স্কোয়াট এবং ১০টি পুশ আপ দিতে হবে। নির্বাচনের জন্য PFT বাধ্যতামূলক।
একবার নির্বাচিত হলে, ৬০০ জন প্রার্থীদের জন্য (আনুমানিক) অল ইন্ডিয়া অর্ডার অফ মেরিটের ভিত্তিতে, INS চিল্কাতে মেডিকেল পরীক্ষার জন্য কল আপ লেটার জারি করা হবে।
Location :
First Published :
March 31, 2022 11:38 AM IST