Ragging Row: র্যাগিং কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য! নিউ ব্যারাকপুরের APC কলেজে এদিন যা হল
- Published by:Suvam Mukherjee
- hyperlocal
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
র্যাগিং নিয়ে গোটা রাজ্য তোলপাড় হতেই কড়া অবস্থান উত্তর ২৪ পরগনা জেলার নব ব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের
উত্তর ২৪ পরগনা: যাদবপুর কাণ্ডের পর র্যাগিং নিয়ে গোটা রাজ্য তোলপাড় হতেই কড়া অবস্থান উত্তর ২৪ পরগনা জেলার নব ব্যারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের। রীতিমতো কলেজে আয়োজন করা হল অ্যান্টি র্যাগিং কর্মশালার। এদিন দুপুরে মহাবিদ্যালয় এর অডিটোরিয়ামে আয়োজিত এই অ্যান্টি র্যাগিং ওয়ার্কশপে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর সুনীল কুমার বিশ্বাস, নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এসআই কমলপদ পাল, এএসআই সঞ্জয় সাঁতরা সহ প্রশাসনের আধিকারিক ও কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
এদিনের অনুষ্ঠানে কলেজ পড়ুয়াড়াও উপস্থিত ছিলেন অ্যান্টি র্যাগিং কর্মশালায়। অতি সম্প্রতি ঘটে যাওয়া যাদবপুরের র্যাগিংকাণ্ডে ছাত্র মৃত্যুর মত ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয়, তার জন্যই এই বিশেষ আয়োজন বলে জানা গিয়েছে কলেজের তরফে। রাজ্যের বিভিন্ন কলেজে বহু সময় র্যাগিং এর অভিযোগ সামনে আসে, এই সমস্যা থেকে ছাত্র-ছাত্রীদের বেরিয়ে আসতে আবেদন জানানোর পাশাপাশি কীভাবে এই সমস্যা মোকাবিলা করা যায়, সে বিষয়েও এদিনের কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়।
advertisement
advertisement
কলেজের অধ্যক্ষ ডক্টর সুনীল কুমার বিশ্বাস বলেন, ইউজিসির গাইডলাইন অনুযায়ী র্যাগিং এবং তার প্রতিকারের ব্যাখ্যা তুলে ধরেন। তিনি বলেন, যে কলেজে এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে, ভবিষ্যতেও তা কঠোরভাবে মানা হবে। কলেজে প্রবেশের সময় প্রত্যেক ছাত্রকে নিজের আইকার্ড দেখাতে হবে। কলেজের সর্বত্র রয়েছে নজরদারি ক্যামেরা, সেই কোথাও পড়ুয়াদের মনে করিয়ে দেন প্রিন্সিপাল।
advertisement
পুলিশ প্রশাসনের তরফ থেকেও এ বিষয়ে বক্তব্য তুলে ধরা হয়। ছাত্র-ছাত্রীদের এ ব্যাপারে কোনও রকম ভয় না পেয়ে প্রতিরোধ করার কথা বলেন, এবং কলেজের অ্যান্টি র্যাগিং সেলকে রিপোর্ট করতে বলেন। পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থাগুলি নিয়েও জানান। প্রশাসনের তরফ থেকে জেলার অন্যান্য কলেজগুলিতেও আগামী দিনে এ ধরনের কর্মসূচির আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
Rudra Narayan Roy
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 8:12 PM IST