Live in relationship: 'প্রতি মরশুমেই সঙ্গী বদল!' লিভ ইন সম্পর্ক নিয়ে কঠোর মনোভাব হাইকোর্টের

Last Updated:

যে মামলার রায় দিতে গিয়ে বিচারপতি এই সমস্ত মন্তব্য করেন সেখানে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
এলাহাবাদ: ভারতের বিয়ের মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে ভেঙে দিতে লিভ ইন সম্পর্কের মতো পরিকল্পিত একটি নকশা কাজ করছে৷ লিভ ইন সম্পর্ক িনয়ে সম্প্রতি এমনই কঠোর মনোভাব ব্যক্ত করল এলাহাবাদ হাইকোর্ট৷ লিভ ইন সঙ্গীকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে জামিন দিয়ে এই মন্তব্য করেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি৷
রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ বলেন, ‘বিয়ের মাধ্যমে একজন ব্যক্তি যে সামাজিক গ্রহণযোগ্যতা, নিরাপত্তা এবং স্থায়িত্ব পান, তা কখনওই লিভ ইন সম্পর্কের মাধ্যমে সম্ভব নয়৷ প্রত্যেক মরশুমে সঙ্গী বদলের নিষ্ঠুর ভাবনা, কখনও একটি সুস্থ এবং স্থায়ী সমাজের প্রতীক হতে পারে না৷’
হাইকোর্টের বিচারপতি আরও বলেন, ‘লিভ ইন সম্পর্ককে তখনই স্বাভাবিক বলে ধরে নেওয়া যায় যখন এ দেশ থেকে বিয়ের ব্যবস্থাটাই উঠে যাবে৷ যেমন অনেক উন্নত দেশে হয়েছে৷’ হাইকোর্ট পর্যবেক্ষণে আরও জানায়, এই একই পথে এগিয়ে এ দেশেও ভবিষ্যতের জন্য বড় সমস্যাকে ডেকে আনা হচ্ছে৷
advertisement
advertisement
বিচারপতি সিদ্ধার্থ বলেন, ‘বিবাহিত সম্পর্কে পরস্পরের প্রতি বিশ্বাসভঙ্গ অথবা লিভ ইন সম্পর্ককে প্রগতিশীল সমাজের চিহ্ন হিসেবে দেখানো হচ্ছে৷ যুবসমাজও সহজেই এই ধারণার প্রতি আকর্ষিত হয়ে পড়ে, যদিও এর দীর্ঘমেয়াদী পরিণতির কথা তারা ভাবে না৷’
যে মামলার রায় দিতে গিয়ে বিচারপতি এই সমস্ত মন্তব্য করেন সেখানে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে৷ এ বছরের এপ্রিল মাসে ওই যুবককে গ্রেফতার করা হয়৷ উত্তর সাহারানপুরের বাসিন্দা ১৯ বছরের তরুণী এই অভিযোগ করেন৷
advertisement
ওই যুগল এক বছর ধরে একসঙ্গে ছিলেন৷ এর পর ওই তরুণী অন্তসত্ত্বা হয়ে পড়লে ওই যুবক তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ৷ এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Live in relationship: 'প্রতি মরশুমেই সঙ্গী বদল!' লিভ ইন সম্পর্ক নিয়ে কঠোর মনোভাব হাইকোর্টের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement