Live in relationship: 'প্রতি মরশুমেই সঙ্গী বদল!' লিভ ইন সম্পর্ক নিয়ে কঠোর মনোভাব হাইকোর্টের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যে মামলার রায় দিতে গিয়ে বিচারপতি এই সমস্ত মন্তব্য করেন সেখানে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে৷
এলাহাবাদ: ভারতের বিয়ের মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে ভেঙে দিতে লিভ ইন সম্পর্কের মতো পরিকল্পিত একটি নকশা কাজ করছে৷ লিভ ইন সম্পর্ক িনয়ে সম্প্রতি এমনই কঠোর মনোভাব ব্যক্ত করল এলাহাবাদ হাইকোর্ট৷ লিভ ইন সঙ্গীকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে জামিন দিয়ে এই মন্তব্য করেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি৷
রায় দিতে গিয়ে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ বলেন, ‘বিয়ের মাধ্যমে একজন ব্যক্তি যে সামাজিক গ্রহণযোগ্যতা, নিরাপত্তা এবং স্থায়িত্ব পান, তা কখনওই লিভ ইন সম্পর্কের মাধ্যমে সম্ভব নয়৷ প্রত্যেক মরশুমে সঙ্গী বদলের নিষ্ঠুর ভাবনা, কখনও একটি সুস্থ এবং স্থায়ী সমাজের প্রতীক হতে পারে না৷’
advertisement
advertisement
বিচারপতি সিদ্ধার্থ বলেন, ‘বিবাহিত সম্পর্কে পরস্পরের প্রতি বিশ্বাসভঙ্গ অথবা লিভ ইন সম্পর্ককে প্রগতিশীল সমাজের চিহ্ন হিসেবে দেখানো হচ্ছে৷ যুবসমাজও সহজেই এই ধারণার প্রতি আকর্ষিত হয়ে পড়ে, যদিও এর দীর্ঘমেয়াদী পরিণতির কথা তারা ভাবে না৷’
যে মামলার রায় দিতে গিয়ে বিচারপতি এই সমস্ত মন্তব্য করেন সেখানে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে৷ এ বছরের এপ্রিল মাসে ওই যুবককে গ্রেফতার করা হয়৷ উত্তর সাহারানপুরের বাসিন্দা ১৯ বছরের তরুণী এই অভিযোগ করেন৷
advertisement
ওই যুগল এক বছর ধরে একসঙ্গে ছিলেন৷ এর পর ওই তরুণী অন্তসত্ত্বা হয়ে পড়লে ওই যুবক তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন বলে অভিযোগ৷ এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 11:34 AM IST