Loadshedding in West Bengal: কোথাও ৫-৬ ঘণ্টা, কোথাও সারারাত লোডশেডিংয়ে নাজেহাল মানুষ! রাজ্য জুড়ে বিদ্যুৎ বিপর্যয়
- Reported by:PIYA GUPTA
- hyperlocal
- Edited by:Debamoy Ghosh
Last Updated:
উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যেমন পর পর দু' দিন রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত তো লোডশেডিং ছিল৷
রায়গঞ্জ: চৈত্র-বৈশাখ মাসের প্রবল গরমে রাজ্যে লোডশেডিংয়ের সমস্যা নতুন কিছু নয়৷ এ বছরও কলকাতা সহ জেলায় জেলায় লোডশেডিংয়ে ভোগান্তি হয়েছে মানুষের৷ গত কয়েক দিন ধরে সেই ভোগান্তিই আবার প্রবল ভাবে ফিরে এসেছে৷ সৌজন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা৷
খাতায় কলমে বর্ষাকাল হলেও গত কয়েকদিনে ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গের মানুষ৷ অভিযোগ, এই পরিস্থিতির মধ্যেই জেলা জেলায় শুরু হয়েছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং৷ কোথাও কোথাও টানা পাঁচ থেকে ছ ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না৷ ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটছে৷ বিদ্যুৎ এলেও কিছুক্ষণের মধ্যে ফের তা চলে যাচ্ছে৷ ফলে এসি দূরে রাত, রাতে ফ্যান চালিয়েও ঘুমোতে পারছেন না মানুষ৷ উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্রই ছবিটা একই রকম৷
advertisement
ইতিমধ্যেই অনেক জায়গাতেই রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কোন এলাকায় কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, তার তালিকা দেওয়া হয়েছে৷ সেখানে অবশ্য রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বিদ্যুৎ না থাকার কথা জানানো হয়েছে৷ যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার ট্যুইট করে অভিযোগ করেছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা কিনে পাঠাতে পারছে না রাজ্য সরকার৷ সেই কারণেই বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা৷
advertisement
advertisement
উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যেমন পর পর দু’ দিন রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত তো লোডশেডিং ছিল৷ ফলে অস্বস্তিকর গরমে কার্যত না ঘুমিয়ে রাত কাটাতে হয়েছে মানুষকে৷ পর পর তিন দিন এমন পরিস্থিতি তৈরি হওয়ায় শুক্রবার চাঁচলে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ মালদহের চাঁচলেও রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না৷ উত্তর দিনাজপুরেও একই ভাবে রাত হলেই বিদ্যুৎ থাকছে না৷ মুর্শিদাবাদ জেলা জুড়েও পরিস্থিতি একই রকম৷ সেখানেও রানিনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷
advertisement
বঙ্গে বিদ্যুৎ সংকট :-
পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।
এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে… pic.twitter.com/8FtSPn6x5g
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 1, 2023
advertisement
উত্তর চব্বিশ পরগণার বসিরহাটেও গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই পাঁচ ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না৷ বাঁকুড়াতেও বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে গতকাল প্রায় সারাদিন জেলা জুড়ে দফায় দফায় লোডশেডিং হয়৷ এ দিন সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে৷ দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি থেকেও বিদ্যুৎ বিভ্রাটের খবর এসেছে৷
সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, বহু জায়গাতেই কোনও রকম আগাম ঘোষণা বা বিজ্ঞপ্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা প্রায় প্রতিদিনই বিদ্যুৎ থাকছে না৷ তাছাড়া যদি রক্ষণাবেক্ষণের জন্যই বিদ্যুৎ বন্ধ রাখা হয় তাহলে কেন সারা রাত ধরে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে? এই প্রশ্নের জবাব অবশ্য মেলেনি৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2023 2:08 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Loadshedding in West Bengal: কোথাও ৫-৬ ঘণ্টা, কোথাও সারারাত লোডশেডিংয়ে নাজেহাল মানুষ! রাজ্য জুড়ে বিদ্যুৎ বিপর্যয়