Loadshedding in West Bengal: কোথাও ৫-৬ ঘণ্টা, কোথাও সারারাত লোডশেডিংয়ে নাজেহাল মানুষ! রাজ্য জুড়ে বিদ্যুৎ বিপর্যয়

Last Updated:

উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যেমন পর পর দু' দিন রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত তো লোডশেডিং ছিল৷

রাজ্য জু়ড়ে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল মানুষ৷ প্রতীকী ছবি
রাজ্য জু়ড়ে বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল মানুষ৷ প্রতীকী ছবি
রায়গঞ্জ: চৈত্র-বৈশাখ মাসের প্রবল গরমে রাজ্যে লোডশেডিংয়ের সমস্যা নতুন কিছু নয়৷ এ বছরও কলকাতা সহ জেলায় জেলায় লোডশেডিংয়ে ভোগান্তি হয়েছে মানুষের৷ গত কয়েক দিন ধরে সেই ভোগান্তিই আবার প্রবল ভাবে ফিরে এসেছে৷ সৌজন্য রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা৷
খাতায় কলমে বর্ষাকাল হলেও গত কয়েকদিনে ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গের মানুষ৷ অভিযোগ, এই পরিস্থিতির মধ্যেই জেলা জেলায় শুরু হয়েছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং৷ কোথাও কোথাও টানা পাঁচ থেকে ছ ঘণ্টাও বিদ্যুৎ থাকছে না৷ ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকার ঘটনাও ঘটছে৷ বিদ্যুৎ এলেও কিছুক্ষণের মধ্যে ফের তা চলে যাচ্ছে৷ ফলে এসি দূরে রাত, রাতে ফ্যান চালিয়েও ঘুমোতে পারছেন না মানুষ৷ উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্রই ছবিটা একই রকম৷
advertisement
ইতিমধ্যেই অনেক জায়গাতেই রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে কোন এলাকায় কতক্ষণ বিদ্যুৎ থাকবে না, তার তালিকা দেওয়া হয়েছে৷ সেখানে অবশ্য রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বিদ্যুৎ না থাকার কথা জানানো হয়েছে৷ যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার ট্যুইট করে অভিযোগ করেছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা কিনে পাঠাতে পারছে না রাজ্য সরকার৷ সেই কারণেই বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা৷
advertisement
advertisement
উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যেমন পর পর দু’ দিন রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত তো লোডশেডিং ছিল৷ ফলে অস্বস্তিকর গরমে কার্যত না ঘুমিয়ে রাত কাটাতে হয়েছে মানুষকে৷ পর পর তিন দিন এমন পরিস্থিতি তৈরি হওয়ায় শুক্রবার চাঁচলে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ মালদহের চাঁচলেও রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না৷ উত্তর দিনাজপুরেও একই ভাবে রাত হলেই বিদ্যুৎ থাকছে না৷ মুর্শিদাবাদ জেলা জুড়েও পরিস্থিতি একই রকম৷ সেখানেও রানিনগরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷
advertisement
advertisement
উত্তর চব্বিশ পরগণার বসিরহাটেও গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিনই পাঁচ ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না৷ বাঁকুড়াতেও বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে গতকাল প্রায় সারাদিন জেলা জুড়ে দফায় দফায় লোডশেডিং হয়৷ এ দিন সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে৷ দক্ষিণ চব্বিশ পরগণা, হুগলি থেকেও বিদ্যুৎ বিভ্রাটের খবর এসেছে৷
সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, বহু জায়গাতেই কোনও রকম আগাম ঘোষণা বা বিজ্ঞপ্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা প্রায় প্রতিদিনই বিদ্যুৎ থাকছে না৷ তাছাড়া যদি রক্ষণাবেক্ষণের জন্যই বিদ্যুৎ বন্ধ রাখা হয় তাহলে কেন সারা রাত ধরে বিদ্যুৎ বন্ধ রাখা হচ্ছে? এই প্রশ্নের জবাব অবশ্য মেলেনি৷
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Loadshedding in West Bengal: কোথাও ৫-৬ ঘণ্টা, কোথাও সারারাত লোডশেডিংয়ে নাজেহাল মানুষ! রাজ্য জুড়ে বিদ্যুৎ বিপর্যয়
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটায় মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement