PPSC Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ! জেনে নিন বিস্তারিত
- Published by:Suman Majumder
Last Updated:
প্রার্থীদের আগামী ২৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#চণ্ডীগড়: সম্প্রতি পঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের (Punjab Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পঞ্জাব সরকারের ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এবং জাস্টিসে (Department of Home Affairs and Justice) অ্যানালিস্ট ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
PPSC Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। যে সকল প্রার্থীরা পূর্বেই আবেদন করেছিলেন তাদের আর আবেদনের প্রয়োজন নেই।
advertisement
advertisement
আরও পড়ুন- হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে চাকরির সুযোগ! আবেদন করুন আজই
PPSC Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | পঞ্জাব পাবলিক সার্ভিস কমিশন (Punjab Public Service Commission) |
পদের নাম: | অ্যানালিস্ট ও অন্যান্য পদ |
শূন্যপদের সংখ্যা: | ১০ |
কাজের স্থান: | পঞ্জাব |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: | ২৫.১২.২০২১ |
PPSC Recruitment 2021: কী ভাবে আবেদন করতে হবে?
স্টেপ-১ প্রথমে প্রার্থীদের পঞ্জাব পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ppsc.gov.in যেতে হবে
আরও পড়ুন- পাবলিক সার্ভিস কমিশনে ৫০ জন টাইপিস্ট নিয়োগ, কীভাবে আবেদন করবেন!
স্টেপ-২ এরপর ‘অ্যাপ্লাই অনলাইন’ অপশনে ক্লিক করতে হবে,
advertisement
স্টেপ-৩ প্রার্থীরা যে পদের জন্য আবেদন করতে চান সেই পদটি নির্বাচন করতে হবে
স্টেপ-৪ গুরুত্বপূর্ণ তথ্য দিতে হবে যেমন, নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ ইত্যাদি
স্টেপ-৫ বেসিক ডিটেইলসগুলি পূরণ করা হলে, যোগাযোগের ঠিকানা, ইমেল আইডি, ফোন নম্বর, ক্যাটাগরির ডিটেলস (যদি প্রযোজ্য হয়) ইত্যাদি দিতে হবে
advertisement
স্টেপ-৬ প্রার্থীদের আবেদনের পূর্বে আবেদনপত্রটি ভালো করে পড়ে নিতে হবে
স্টেপ-৭ চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারি, ২০২২
উল্লিখিত পদ ছাড়াও কমিশন বর্তমানে ৩২০ পদে ইন্সপেক্টর, কোঅপারেটিভ সোসাইটিতে ৩৫৩ পদে ভেটেরিনারি অফিসার নিয়োগ করছে।
Location :
First Published :
December 07, 2021 2:12 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
PPSC Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনে চাকরির সুযোগ! জেনে নিন বিস্তারিত