Hindustan Aeronautics Limited Recruitment 2021: হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে চাকরির সুযোগ! আবেদন করুন আজই

Last Updated:

প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#লখনউ: সম্প্রতি লখনউয়ের হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের (Hindustan Aeronautics Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস (Apprentices) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Hindustan Aeronautics Limited Recruitment 2021: আবেদনের তারিখ
আরও পড়ুন- Job Vacancy: সেন্ট্রাল রেলওয়ের অধীনে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
বিশদ নোটিশ ও সরাসরি আবেদনের লিঙ্ক- http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/HAL_Lucknow_DIP_Grad_Engg_Appren_2021-22_batch.pdf
Hindustan Aeronautics Limited Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রার্থীরা শূন্যপদের সংখ্যা, বেতনক্রম ইত্যাদি বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করে দেখতে পারেন- http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/HAL_Lucknow_DIP_Grad_Engg_Appren_2021-22_batch.pdf
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)
পদের নাম:ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা:নির্দিষ্ট কিছু জানানো হয়নি
কাজের স্থান:লখনউ
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:বি.টেক এবং ডিপ্লোমাতে একত্রিত নম্বরের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এবং কম্পিউটার সায়েন্স এবং আইটি ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই, বি.টেক ডিগ্রি
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস-২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এবং কম্পিউটার সায়েন্স এবং আইটি ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই, বি.টেক ডিগ্রি
বেতনক্রম:কিছু জানানো হয়নি
advertisement
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ দিন: ১৫.০১.২০২২
Hindustan Aeronautics Limited Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এবং কম্পিউটার সায়েন্স এবং আইটি ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই, বি.টেক ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন- প্রচুর পদে পাবলিক রিলেশনস অফিসার নিয়োগ, কোথায় এবং কীভাবে আবেদন করবেন!
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের জন্য আবেদনকারী প্রার্থীদের ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, ইন্সট্রুমেন্টেশন, কম্পিউটার সায়েন্স/আইটি ইঞ্জিনিয়ারিং এবং মডার্ন অফিস ম্যানেজমেন্ট এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিসে ডিপ্লোমা থাকতে হবে।
advertisement
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা বা ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য নয়। বি.টেক এবং ডিপ্লোমাতে একত্রিত নম্বরের শতাংশের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Hindustan Aeronautics Limited Recruitment 2021: হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেডে চাকরির সুযোগ! আবেদন করুন আজই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement